মাস চারেক আগে ধর্ষণের পরে এক বধূকে শাবল দিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম উজ্জ্বল মালিক। বাড়ি জামালপুরের ডাঙা ফরিদপুরে। রবিবার তাকে বাড়ি থেকে গ্রেফতার করে জামালপুর থানার পুলিশ। সোমবার আদালতে তোলা হলে বিচারক দু’দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ২৬ জুলাই সন্ধ্যায় ওই মহিলার বাড়িতে হামলা চালায় গ্রামেরই একদল বাসিন্দা। তাঁরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লুঠপাট চালায়। তারই মধ্যে অভিযুক্তরা ওই মহিলাকে পাশের মাঠে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। সেখানেই ওই মহিলাকে শাবল ও লাঠি দিয়ে মারধর করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই বধূকে তুলে নিয়ে গিয়ে জামালপুর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। ওই বধূর আইনজীবী সদন তায়ের দাবি, “ওই বধূ হাসপাতাল থেকে ফিরে জামালপুর থানায় অভিযোগ করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ ওই অভিযোগ নেয়নি। তখন আদালতের দ্বারস্থ হন ওই বধূ। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করছে। কিন্তু এখনও বাকি অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ।” জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, এ রকম অভিযোগ নিয়ে থানাতে কেউ যায়নি। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।