জুয়া খেলার প্রতিবাদ করতে গিয়ে খুন দুর্গাপুরে

জুয়ার ঠেক থেকে ভেসে আসা গালিগালাজের প্রতিবাদ জানাতে গিয়ে দুর্গাপুরে মার খেয়ে প্রাণ গেল এক দিনমজুরের। নতুনপল্লি শান্তিনগরের ওই মাঝবয়সী ব্যক্তির নাম মানিক পাল (৪৫)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৫ ০৩:২১
Share:

মানিক পাল।

জুয়ার ঠেক থেকে ভেসে আসা গালিগালাজের প্রতিবাদ জানাতে গিয়ে দুর্গাপুরে মার খেয়ে প্রাণ গেল এক দিনমজুরের।

Advertisement

নতুনপল্লি শান্তিনগরের ওই মাঝবয়সী ব্যক্তির নাম মানিক পাল (৪৫)। বুধবার সকালে প্রথমে ইট ছুড়ে, পরে লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে। মৃতের পরিবারের তরফে রাতে দু’জনের নামে পুলিশে অভিযোগ করা হয়। রাতেই পুলিশ ভূষণ পাসোয়ান নামে এক যুবককে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রের খবর, এলাকার এক মন্দিরের কাছে নিয়মিত জুয়া-গাঁজার ঠেক চলে। তা নিয়ে আগেও প্রতিবাদ জানিয়েছিলেন মানিকবাবু। তাঁর ছেলে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নবাকান্ত পালের অভিযোগ, এ দিন সকালে বাড়ির কাছে একটি নর্দমা পরিষ্কার করার সময়ে ভূষণ ও রমজান আলি নামে জুয়ার ঠেকের দুই সদস্য গালিগালাজ গালিগালাজ করতে থাকে। মানিকবাবু প্রতিবাদ করলে তারা প্রথমে ইট ছোড়ে। ইটের ঘায়ে তিনি রাস্তায় পড়ে গেলে রড-লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশপাশের বাসিন্দারা বাঁচাতে গেলে তাঁদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভয় পেয়ে তাঁরা পিছিয়ে যান। অন্তত মিনিট পনেরো ধরে মারধর চলে। নবাকান্ত বলেন, ‘‘ওই দুষ্কৃতীদের হুমকিতে আমরাও সেই সময়ে বাড়ি থেকে বেরোতে পারিনি। পরে বেরিয়ে দেখি, বাবা অচেতন হয়ে রাস্তায় পড়ে রয়েছেন। দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়েছে।’’ এক পড়শির সাহায্যে তিনি বাবাকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় কিছু যুবক ওই জুয়া-গাঁজার ঠেকটি চালায়। কেউ প্রতিবাদ করতে গেলেই হুমকি দেয় তারা। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু তারা নির্বিকার বলে বাসিন্দাদের একাংশের অভিযোগ। দুর্গাপুর থানার তরফে অবশ্য দাবি করা হয়েছে, জুয়ার ঠেকের খবর পেলেই তল্লাশি চালানো হয়। ধৃতকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজার চেষ্টা চলছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন