বজ্রাঘাতে মারা গেলেন বর্ধমানের কুড়মুনের বাসিন্দা লালচাঁদ দাস (৩৫) নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে স্থানীয় রামচন্দ্রপুর সংলগ্ন এলাকায় বাজ পড়ে আহত হন ওই ব্যক্তি। লালচাঁদবাবুকে বর্দমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই সাড়ে ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়।