ট্রেনের শৌচাগারে অসুস্থ হয়ে মৃত্যু

চলন্ত ট্রেনের বাথরুমে অসুস্থ হয়ে মৃত্যু হল শ্যামবাহাদুর প্রধান (৩৮) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি অসমের তিনশুকিয়া জেলার মার্গারিটা গ্রামে। পুলিশ জানিয়েছে, শ্যামবাহাদুরবাবু তাঁর বন্ধু মহেন্দ্র শ্রেষ্ঠার সঙ্গে ডিব্রুগড়-ব্যাঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনে করে যাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০০:৪৮
Share:

চলন্ত ট্রেনের বাথরুমে অসুস্থ হয়ে মৃত্যু হল শ্যামবাহাদুর প্রধান (৩৮) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি অসমের তিনশুকিয়া জেলার মার্গারিটা গ্রামে। পুলিশ জানিয়েছে, শ্যামবাহাদুরবাবু তাঁর বন্ধু মহেন্দ্র শ্রেষ্ঠার সঙ্গে ডিব্রুগড়-ব্যাঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনে করে যাচ্ছিলেন। মহেন্দ্রবাবু জানান, ৩ জুলাই মালদহ স্টেশন পার করার পরেই দেখা যায় বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন শ্যামবাহাদুরবাবু। তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। মহেন্দ্রবাবুর দাবি, তাঁর বন্ধু মৃগী রোগের কারণে প্রায়শই অসুস্থ হয়ে পড়তেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement