জট কাটাতে উড়ালপুলের ভাবনা

এ বসন্তে না হলেও, অচিরেই কলকাতা থেকে বোলপুর-শান্তিনিকেতনে পৌঁছনোর ঝক্কি কমবে পর্যটকদের।কলকাতা থেকে বর্ধমানের নবাবহাট হয়ে জাতীয় সড়ক (২-বি) ধরে বোলপুর যাতায়াতের ক্ষেত্রে এত দিন অসুবিধা হতো ভেদিয়ার আন্ডারপাস আর তালিত রেলগেটে।

Advertisement

সৌমেন দত্ত

বর্ধমান শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০১:৩৬
Share:

ভোগান্তি: ভেদিয়ার ওই ফুঁকো। ফাইল চিত্র

এ বসন্তে না হলেও, অচিরেই কলকাতা থেকে বোলপুর-শান্তিনিকেতনে পৌঁছনোর ঝক্কি কমবে পর্যটকদের।

Advertisement

কলকাতা থেকে বর্ধমানের নবাবহাট হয়ে জাতীয় সড়ক (২-বি) ধরে বোলপুর যাতায়াতের ক্ষেত্রে এত দিন অসুবিধা হতো ভেদিয়ার আন্ডারপাস আর তালিত রেলগেটে। এ বার দুই জায়গাতেই উড়ালপুল তৈরি হতে চলেছে। টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। জমিদাতাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও শুরু হয়েছে। আগামী ১৫ মার্চ থেকে কাজ শুরু হবে বলে প্রশাসনের কর্তাদের ধারণা।

ভেদিয়ার ‘একফুঁকো’ (একটি সরু ফাঁক) আন্ডারপাসের উপর দিয়ে গিয়েছে হাওড়া ডিভিশনের সাহেবগঞ্জ লুপ লাইন। শুধু পর্যটকেরা নন, ওই রাস্তায় নিয়মিত বালি-পাথরের গাড়ি চলে এবং বীরভূমের একটা বড় অংশের মানুষ বর্ধমানে যাতায়াতের জন্য রাস্তাটি ব্যবহার করেন। অভিযোগ, আন্ডারপাসে নিত্য যানজট লেগে থাকে। রাস্তা থেকে আন্ডারপাসটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই তাতে জল জমে যায়। ফলে, গাড়ি নিয়ে তা পার হওয়া মুশকিল। সেখান থেকে ছাড়া পেলে, ৪২ কিলোমিটার দূরে তালিত রেলগেট। এক বার যে গেট পড়লে দীর্ঘ ক্ষণের আগে ওঠে না বলে নিত্যযাত্রীদের অভিজ্ঞতা। এই দু’জায়গাতেই রেল উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (জমি অধিগ্রহণ) রত্নেশ্বর রায় বলেন, ‘‘জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠকও হয়েছে। জমি জরিপের কাজ প্রায় শেষ পর্যায়ে।’’

Advertisement

জেলা জমি অধিগ্রহণ দফতর সূত্রে জানা গিয়েছে, উড়ালপুল তৈরির কাজ করবে রাজ পূর্ত দফতরের হাইওয়ে ডিভিশন ও সদ্য তৈরি হওয়া রেল ওভারব্রিজ বিভাগ। ‘একফুঁকো’র উপরে উড়ালপুলের জন্য ভেদিয়া ও বাগবাটি মৌজায় এবং তালিতের উড়ালপুলের জন্য তালিত, চাণ্ডুল ও অমর মৌজায় জমি অধিগ্রহণ করবে জেলা প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন