Crime Against Women

কিশোরীকে ধর্ষণ! যুবক গ্রেফতার পূর্ব বর্ধমানে

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ০৯:৫২
Share:

—প্রতীকী চিত্র।

কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ। ধৃতের নাম রাজকুমার মালিক। মাধবডিহি থানার লোহাই গ্রামে তাঁর বাড়ি। বৃহস্পতিবার সকালে মাধবডিহি থানার মুক্তারপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবারই বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৯ এপ্রিল ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন পকসো আদালতের বিচারক বর্ষা বনশল আগরওয়াল। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। তা মঞ্জুর করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

পুলিশ জানিয়েছে, মাধবডিহি থানা এলাকায় ওই কিশোরীর বাড়ি। বুধবার কালীপুজো উপলক্ষে তিনি এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে রাজকুমারও এসেছিল। রাত ১১টা নাগাদ কিশোরীকে জোর করে বাড়ির পিছনে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে রাজকুমার তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ধর্ষণের ফলে কিশোরী গুরুতর জখম হয়। কাঁদতে কাঁদতে আত্মীয়ের বাড়িতে ফিরে সে ঘটনার কথা পরিবারের লোকজনকে জানায়। কিশোরীকে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ধৃতের পরনের পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement