education

‘শিক্ষারত্ন’ সম্মান অধ্যক্ষকে

কলেজ সূত্রে জানা গিয়েছে, তিনি দায়িত্ব নেওয়ার পরে পরিকাঠামগত বদল এনেছেন। নতুন-নতুন বিষয় অন্তর্ভুক্ত করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:৪০
Share:

সুকৃতী ঘোষাল। নিজস্ব চিত্র

এ বার এক কলেজ-অধ্যক্ষকে ‘শিক্ষারত্ন’ সম্মান দিতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে রাজ্য সরকারের তরফে ফোন করে বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজের অধ্যক্ষ সুকৃতী ঘোষালকে ‘শিক্ষারত্ন’ দেওয়ার কথা জানানো হয়। এ দিন দুপুরে সুকৃতীবাবু বলেন, ‘‘এই সম্মানের জন্য আমার সব শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছে কৃতজ্ঞ। শিক্ষকেরা আমাকে গড়ে তুলেছেন, পড়ুয়ারা মূল্যায়ন করেছেন।’’

Advertisement

সুকৃতীবাবুর বাড়ি বর্ধমানের বোরহাটে। ১৯৮৫ সালে হুগলির চাঁপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয়ে ইংরেজির শিক্ষক হিসেবে যোগ দেন। ২০০২ সালে বর্ধমানের মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে আসেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, তিনি দায়িত্ব নেওয়ার পরে পরিকাঠামগত বদল এনেছেন। নতুন-নতুন বিষয় অন্তর্ভুক্ত করেছেন। কলেজে তিন বার ‘নাক’ মূল্যায়ন হয়েছে। পড়ুয়ারা যাতে নিয়মিত কলেজে আসেন, শিক্ষকেরা নিয়মিত ক্লাস করেন, সে দিকে নজর দেওয়া হয়েছে।

অনার্সে ৮০%-এর বেশি আর পাশ কোর্সে ৫০%-এর বেশি পড়ুয়া হাজির থাকেন। সুকৃতীবাবু বলেন, ‘‘পঠনপাঠন নিয়ে আমার কাছে অভিযোগ আসে না বললেই চলে। কোনও ছাত্রী অর্থের অভাবে পড়তে পারছে না বা বিশ্ববিদ্যালয়ের জটিলতায় এক বছর শেষ হতে চলেছে, এমন কিছু জানতে পারলে অগ্রাধিকার দিয়ে থাকি।’’ বিশ্ববিদ্যালয়ের কলেজ-সমূহের পরিদর্শক (আইসি) সুজিত চৌধুরী বলেন, ‘‘এটা আমাদের কাছে গর্বের বিষয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন