ডিপিএলে উৎপাদন বন্ধ, বিদ্যুৎ কেনা গ্রিড থেকে

আগুনে ভস্মীভূত হয়েছিল কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের কনভেয়ার বেল্ট। তার জেরে রাজ্য সরকারের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ‘দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড’ (ডিপিএল) উৎপাদনহীন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। গ্রিড থেকে বিদ্যুৎ কিনে সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে বলে সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০২:১৬
Share:

দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড

আগুনে ভস্মীভূত হয়েছিল কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের কনভেয়ার বেল্ট। তার জেরে রাজ্য সরকারের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ‘দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড’ (ডিপিএল) উৎপাদনহীন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। গ্রিড থেকে বিদ্যুৎ কিনে সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে বলে সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছেন।

Advertisement

শুক্রবার রাতে আগুন লাগে ডিপিএলের পাওয়ার প্ল্যান্টের কোল হ্যান্ডেলিং শাখায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ছুটে আসে সংস্থার নিজস্ব দু’টি দমকল। দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। রাজ্য দমকলের একটি ইঞ্জিনকেও ডেকে পাঠানো হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে এলেও কনভেয়ার বেল্টের একাংশ ভস্মীভূত হয়ে যায়। এর জেরে কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট থেকে সপ্তম ইউনিটে কয়লা পাঠানোর কাজ বন্ধ হয়ে যায়।

আগে থেকে মজুত কয়লা দিয়ে শনিবার প্রথম শিফট পর্যন্ত সপ্তম ইউনিটের উৎপাদন চালু ছিল। কিন্তু তার পরে কয়লার অভাবে বন্ধ হয়ে যায় তিনশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিটটি। বাকিগুলির মধ্যে একমাত্র চালু ছিল আড়াইশো মেগাওয়াটের অষ্টম ইউনিটটি। কিন্তু নানা কারণে সেটিও গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে ডিপিএলের বিদ্যুৎ উৎপাদন শূন্যে নেমে এসেছে।

Advertisement

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রিড থেকে বিদ্যুৎ কিনে পরিস্থিতি সামাল দিচ্ছে লোকসানে চলা সংস্থাটি। এর জেরে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন কর্মীরা। ২০১২-র ডিসেম্বরেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল ডিপিএল। সে বারও গ্রিড থেকে বিদ্যুৎ কিনে জোগান স্বাভাবিক রেখেছিল ডিপিএল।

ডিপিএল কর্তৃপক্ষ জানান, পুড়ে যাওয়া কনভেয়ার বেল্টের মেরামতির কাজ চলছে পুরোদমে। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, কয়লা পর্যাপ্ত মজুত রয়েছে। বেল্ট মেরামতি হয়ে গেলেই কয়লা পাঠানো যাবে সপ্তম ইউনিটে। তার পরেই চালু হবে ইউনিটটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন