Kanksa

প্রতিবাদ করায় ‘মার’

এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্কুল বন্ধের সুযোগ নিয়ে এলাকার বেশ কিছু যুবক মদ, জুয়ার আসর বসাচ্ছে নসেখানে। কেউ প্রতিবাদ করতে গেলেই হুমকি দেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁকসা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ০২:৪১
Share:

হাসপাতালে প্রহৃত। নিজস্ব চিত্র।

জুয়া খেলার প্রতিবাদ করায় এক জনকে মারধরের অভিযোগ উঠল কাঁকসার বিদবিহার পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে। রবিবার সন্ধ্যার ঘটনা। সোমবার রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে দাবি পুলিশের।

Advertisement

পেশায় গাড়িচালক, গ্রামবাসী কার্তিক রুইদাসের অভিযোগ, রবিবার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামেরই কয়েকজন যুবক জুয়া খেলছিলেন। স্কুলের ভিতরে এমন ভাবে জুয়া খেলতে নিষেধ করায় জনা পাঁচেক যুবক তাঁকে মারধর করেন। কার্তিকবাবুর মাথায় চোট লাগে। তিনি জানান, ঘটনাস্থল থেকে কোনও মতে বেরিয়ে এসে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়েছিলেন। ওই পথ দিয়ে যাওয়া এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্কুল বন্ধের সুযোগ নিয়ে এলাকার বেশ কিছু যুবক মদ, জুয়ার আসর বসাচ্ছে নসেখানে। কেউ প্রতিবাদ করতে গেলেই হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের দাবি, ওই যুবকেরা এলাকায় শাসকদলের (তৃণমূল) কর্মী হিসেবেই পরিচিত। একই অভিযোগ করেছেন কাঁকসার বিজেপি নেতা রমন শর্মাও। তাঁর অভিযোগ, এলাকাকে অশান্ত করতেই তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সীর দাবি, ‘‘এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। পুলিশ-প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।’’ পুলিশ জানিয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন