Mamata Banerjee

মমতার দেখা না পেয়ে হতাশ জনতা

মঙ্গলবার রাতে প্রশাসনের একটি সূত্রে তাঁরা জানতে পারেন, বুধবার সকালে ডিপিএল টাউনশিপের একটি ‘দুয়ারে দুয়ারে সরকার’ শিবির পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০২:১৭
Share:

স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ভিড় দুর্গাপুরে কোকআভেন থানার সামনে। এখানেই বুধবার আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তিনি না আসায় হতাশ বহু মানুষ। ছবি: বিকাশ মশান

ধামসা-মাদলের সঙ্গে আদিবাসী নৃত্য, বাউল, ব্যবস্থা ছিল সবেরই। লাইন থেকে ঘাড় উঁচিয়ে অনেকেই ঘন-ঘন তাকাচ্ছিলেন বাইরের দিকে। কিন্তু যাঁর জন্য এত অপেক্ষা, শেষ পর্যন্ত তিনিই এলেন না। তিনি অর্থাৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা না পেয়ে হতাশ উপস্থিত জনতা।

Advertisement

মেয়র দিলীপ অগস্তি জানান, মঙ্গলবার রাতে প্রশাসনের একটি সূত্রে তাঁরা জানতে পারেন, বুধবার সকালে ডিপিএল টাউনশিপের একটি ‘দুয়ারে দুয়ারে সরকার’ শিবির পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। খবর পেয়েই ৪ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয় যাবতীয় ব্যবস্থা করে ফেলার। চন্দ্রশেখরববাবু মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে আদিবাসী নৃত্য, বাউল দলের ব্যবস্থা করেন।

বুধবার সকাল থেকেই শিবিরে বিভিন্ন কাউন্টারের সামনে লম্বা লাইন পড়ে যায়। থেকে থেকে ধামসা-মাদল বাজতে থাকে। উপস্থিত হন মেয়র দিলীপ অগস্তি, কাউন্সিলর আলো সাঁতরা, বর্ণালি দাস প্রমুখ। শিবিরে আসা মানুষজন উৎসুক হয়েছিলেন কখন মুখ্যমন্ত্রী আসেন! কিন্তু সকাল সাড়ে ১১ টা নাগাদ খবর আসে, মুখ্যমন্ত্রী আসবেন না।

Advertisement

সেই খবর পেয়ে জমিতেই বসে থাকা ডুমুরতলা এলাকার যাটোর্ধ্ব বৃদ্ধা লক্ষ্মী সিংহ বলেন, ‘‘সকাল ৭টায় এসেছি। লাইনে দাঁড়িয়ে থাকতে পারব না বলে বসে আছি। বাড়িতে দুই যুবক ছেলের কাজ নেই। বৃদ্ধদের পেনশন প্রকল্পের জন্য আবেদন করতে এসেছি। কাছ থেকে দেখব ভেবেছিলাম মুখ্যমন্ত্রীকে।’’ ৪০ নম্বর ওয়ার্ডের আমবাগানের বাসিন্দা জ্যোৎস্না রুইদাস বলেন, ‘‘রেশন কার্ডের আবেদন করতে এসেছি। মুখ্যমন্ত্রীকে দেখব বলে অপেক্ষায় ছিলাম। কিন্তু হল না।’’

মেয়র জানান, দুয়ারে সরকার শিবিরে যাওয়ার পরিকল্পনা মুখ্যমন্ত্রী বদলেছেন জেনে সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি চলে আসেন ভগৎ সিংহ স্টেডিয়ামে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে বনগাঁ বেরিয়ে যান। তার আগে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকও করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement