—প্রতীকী চিত্র।
বর্ধমান রেঞ্জের ডিআইজির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে রাজস্থানের এক তরুণকে গ্রেফতার করল সাইবার থানার পুলিশ।
ধৃতের নাম সলমন খান। রাজস্থানের বুদলি গ্রামে তাঁর বাড়ি। অভিযোগ, বর্ধমান জেলার এক পুলিশ আধিকারিকের নাম এবং পরিচয় ব্যবহার করে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খোলেন তিনি। তা দিয়ে বিভিন্ন মানুষকে ভয় দেখাতেন। প্রতারণা করে কয়েক হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। ওই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে বর্ধমান জেলা পুলিশ।
রাজস্থান থেকে স্থানীয় থানার সাহায্য নিয়ে অভিযুক্তকে পাকড়াও করে এনেছে বর্ধমান সাইবার থানার পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘কয়েক মাস আগে বর্ধমান রেঞ্জের ডিআইজি শ্যাম সিংহের নাম দিয়ে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। বিষয়টি নজরে আসার পর গত ৩০ সেপ্টেম্বর এ নিয়ে সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়।’’
ধৃত সলমনের বয়স মাত্র ১৯ বছর। তাঁকে রাজস্থানের নিম্ন আদালতে হাজির করিয়ে চার দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়েছিল। বিচারক তা মঞ্জুর করায় ধৃতকে রাজস্থান থেকে বর্ধমানে নিয়ে আসা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা অভিযুক্ত স্বীকার করে নিয়েছেন বলে খবর। তাঁর সঙ্গে আরও কয়েক জন জড়িত বলে জানা গিয়েছে।
ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। প্রতারণাচক্রে জড়িত বাকিদের হদিস পেতে এবং হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে সলমনকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।