CBI

কয়লা পাচারে অভিযুক্ত রত্নেশ বর্মার আত্মসমর্পণ, পরিচিত অনুপ মাঝির ‘ঘনিষ্ঠ’ হিসাবে

আত্মসমর্পণ করলেন কয়লা পাচার-কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ রত্নেশ বর্মা। মঙ্গলবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৪:২৮
Share:

আদালতে আত্মসমর্পণ রত্নেশ বর্মার। — নিজস্ব চিত্র।

আত্মসমর্পণ করলেন কয়লা পাচার-কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ রত্নেশ বর্মা। মঙ্গলবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন রত্নেশ। বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সিবিআই ইতিমধ্যেই আদালতে রত্নেশকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছে।

Advertisement

রত্নেশের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, ‘‘আমার মক্কেল জামিনের জন্য আবেদন করেছিলেন। বিচারক সেই আবেদন খারিজ করে দিয়ে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।’’ কয়লা পাচার-কাণ্ডে রত্নেশের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। বহু দিন ধরেই রত্নেশকে খুঁজছিল সিবিআই। তাঁর নাম রয়েছে চার্জশিটেও। শেষমেশ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলেন তিনি। রত্নেশের থেকে বহু তথ্য মিলবে বলেই মনে করছেন সিবিআই আধিকারিকেরা।

রত্নেশকে হাতে না পেয়ে তাঁর সম্পত্তি অ্যাটাচমেন্ট (স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত) করার প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার আচমকাই আত্মসমর্পণ করলেন সেই রত্নেশ। সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার অভিযুক্তকে নিজেদের হেফাজতে পেতে আর্জি জানান। বিচারক সেই আর্জির প্রেক্ষিতে তদন্তকারী আধিকারিককে কেস ডায়েরি আনার নির্দেশ দেন। ওই মামলার পরবর্তী শুনানি বুধবার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন