Road Accident

ফের দুর্ঘটনা বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে, পরপর ২ দিনে আহত ৭

এই দুর্ঘটনাস্থল থেকে মাত্র ফুট ২০ দূরে বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়ে একটি লরি ও ট্রাক্টর। তাতে ট্রাক্টরের পাঁচ আরোহী গুরুতর আহত হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ১৮:৪১
Share:

বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিজস্ব চিত্র।

আবার পথদুর্ঘটনা বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে। এ বারও বর্ধমানের সাঁতারপুকুর এলাকায়। এই নিয়ে পর পর ২ দিনে মোট ৭ জন আহত হলেন একই এলাকার। শুক্রবার দুপুরে ডাম্পারের সঙ্গে ক্যান্টারের মুখোমুখি সংঘর্ষে আহত হন ২ জন।

Advertisement

ডাম্পারটি বর্ধমান থেকে গুসকরা দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল ক্যান্টারটি। হঠাৎই সেটি নিয়ন্ত্রণ হারায়। মুখোমুখি সংঘর্ষ হয় ডাম্পার-ক্যান্টারে। দুর্ঘটনায় ক্যান্টারটির চালক-সহ ২ জন আহত হন। আহতদের ভাতার থানার পুলিশ এবং স্থানীয়রা মিলে উদ্ধার করেন। সেখান থেকে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে বর্ধমান-সিউড়ি জাতীয় সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। ভাতার থানার ওড়গ্রাম ফাঁড়ির পুলিশের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই দুর্ঘটনাস্থল থেকে মাত্র ফুট ২০ দূরে বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়ে একটি লরি ও ট্রাক্টর। তাতে ট্রাক্টরের পাঁচ আরোহী গুরুতর আহত হন। দিন পাঁচেক আগে এই সড়কের হলদি মোড়ে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে বাইক আরোহী এক সিভিক ভলেন্টিয়ারকে। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দিন কুড়ি আগে শিবদা এলাকায় একটি বাইকে ধাক্কা মারে এক ট্রাক্টর। সেখানেও বাইক আরোহীর মৃত্যু হয়।

Advertisement

স্থানীয়দের দাবি, প্রায় দিনই এখানে দুর্ঘটনা লেগে থাকে। প্রাণহানী আটকাতে গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবিও তোলা হয়েছে স্থানীয়দের তরফে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন