Local Train

শিয়ালদহ-বর্ধমান লোকালে পোড়া পোড়া গন্ধ, কালো ধোঁয়া! স্টেশন আসার আগে পড়িমরি করে নামলেন যাত্রীরা

তখনও আপ শিয়ালদহ লোকাল মেমারি স্টেশনে ঢোকেনি। হঠাৎ ট্রেনময় পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। ট্রেনের পিছনের দিকে মহিলা কামরার নীচ থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৬:৪০
Share:

মেমারি স্টেশনে ঘণ্টাখানেকের জন্য থমকে গেল ট্রেন। —নিজস্ব চিত্র।

ট্রেনময় হঠাৎ পোড়া পোড়া গন্ধ! কী হল বুঝতে না বুঝতে গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে ট্রেনের নীচ থেকে। তখনও মেমারি স্টেশন আসেনি। কিন্তু ভয়ে-আতঙ্কে হুড়মুড়িয়ে নেমে পড়লেন আপ লোকাল ট্রেনের যাত্রীরা। স্টেশন পৌঁছোনোর সঙ্গে সঙ্গে ট্রেনের দিকে ছুটে গেলেন রেলকর্মীরা। রবিবার দুপুরে আতঙ্ক ছড়াল শিয়ালদহ-বর্ধমান লোকাল ট্রেনে। প্রায় ঘণ্টাখানেক দাঁড়ানোর পরে আবার যাত্রা শুরু করে ট্রেনটি।

Advertisement

রেলের একটি সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ। তখনও আপ শিয়ালদহ লোকাল মেমারি স্টেশনে ঢোকেনি। হঠাৎ ট্রেনময় পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। ট্রেনের পিছনের দিকে মহিলা কামরার নীচ থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অনেকে আতঙ্কে চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন। কেউ কেউ প্রায় ঝাঁপ দিয়ে নেমে যান ট্রেন থেকে। যদিও বড় কোনও দুর্ঘটনা হয়নি। মেমারি স্টেশনে দাঁড়াতেই সকল যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন।

ব্যান্ডেলের বাসিন্দা অভিলাষ তিওয়ারি ছিলেন শিয়ালদহ থেকে বর্ধমানের দিকে যাওয়া লোকাল ট্রেনটির যাত্রী। তাঁর বর্ণনা অনুযায়ী, ‘‘মেমারি স্টেশন ঢোকার আগে থেকেই ট্রেনের পিছনের দিকে মহিলা কামরার নীচ থেকে ধোঁয়া বার হচ্ছিল। আমাদের কয়েক জনের চোখে পড়ে সেটা। তার সঙ্গে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। ট্রেন থামলে যাত্রীরা মেমারি স্টেশনে নেমে পড়েন। অনেকে আগেই নেমে পড়েছিলেন। পরে অন্য ট্রেনে বর্ধমানে পৌঁছেছি আমরা।’’

Advertisement

জানা যাচ্ছে, নিরাপত্তা এবং পর্যবেক্ষণের জন্য ঘণ্টা খানেক মেমারি স্টেশনে থামানো হয়েছিল আপ শিয়ালদহ লোকাল। পরে বর্ধমানের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, ‘‘ব্রেক-বাইন্ডিংয়ের জন্য আপ শিয়ালদহ-বর্ধমান লোকালটি দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে থেমে যায়। ঘণ্টা খানেক পরে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়।’’ তাঁর সংযোজন, ‘‘চিন্তার কোনও কারণ নেই। এটা হয়ে থাকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement