এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার গাঁজা। — নিজস্ব চিত্র।
কেজি কেজি নিষিদ্ধ মাদক তোলা হয়েছিল এক্সপ্রেস ট্রেন। উত্তরবঙ্গ সেই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতা! গোপন সূত্রে খবর পেয়ে চলন্ত ট্রেনে অভিযান চালিয়ে সেই সমস্ত মাদক উদ্ধার করল আরপিএফ। গ্রেফতার করা হয়েছে মোট ছ’জনকে।
রেল সূত্রে খবর, বর্ধমান স্টেশনের কাছে ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসে অভিযান চালিয়েছিল আরপিএফ। তাতে ৫৪.২১ কেজি গাঁজা উদ্ধার হয়। মাদকের আনুমানিক মূল সাড়ে পাঁচ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে উঠে আসে কোচবিহারের দিনহাটা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেসে ওঠেন ছয় যাত্রী। তাঁদের মধ্যে এক মহিলাও ছিলেন। কলকাতা যাওয়ার পথে তাঁদের সকলকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় মাদক। শনিবারই ধৃতদের বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে হাজির করা হয়েছে বলে খবর।
বর্ধমান স্টেশনের আরপিএফ ইনস্পেক্টর রূপেশ কুমার বলেন, ‘‘ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে দিনহাটা থেকে কলকাতায় বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছে, এই খবর আমরা আগাম পেয়ে গিয়েছিলাম। সেই মাফিক অভিযান চালিয়েছে। এই মাদকপাচারের সঙ্গে বড় কোনও চক্র রয়েছে বলে সন্দেহ করছি আমরা। তদন্ত চলছে।’’
জানা গিয়েছে,ধৃত ছ’জনের মধ্যে শ্রীমল বর্মণ এবং প্রসেনজিৎ রায় কোচবিহারেরই বাসিন্দা। প্রথম জনের বাড়ি দিনহাটা থানা এলাকায়। দ্বিতীয় জন থাকেন সাহেবগঞ্জ থানায় এলাকায়। এ ছাড়া, উত্তর ২৪ পরগনার সোদপুর থানার বাসিন্দা আকাশ সিকদার, মধ্যমগ্রামের সঞ্জয় দাস, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের সন্তু আলি মোল্লা এবং পশ্চিম বর্ধমানের কুলটি থানার বাসিন্দা পূজা কীর্তনিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সঙ্গে মাদক পাচারচক্রে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তদন্ত চালাচ্ছে পুলিশ।