কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, স্নাতক স্তরেও সেমেস্টার

চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজে স্নাতক স্তরে সেমেস্টার পদ্ধতিতে পঠনপাঠন চালু করল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়। নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষার পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়ারও দাবি জানিয়েছেন কলেজ শিক্ষকদের একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ০১:৪৫
Share:

চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজে স্নাতক স্তরে সেমেস্টার পদ্ধতিতে পঠনপাঠন চালু করল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়। নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষার পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়ারও দাবি জানিয়েছেন কলেজ শিক্ষকদের একাংশ।

Advertisement

সম্প্রতি উপাচার্য সাধন চক্রবর্তী জানান, বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত ২৬টি কলেজেই সেমেস্টার চালু হতে চলেছে। তাঁর দাবি, ‘‘ডিগ্রি কলেজে স্নাতক স্তরে সেমেস্টার চালু করার ক্ষেত্রে রাজ্যে আমরাই প্রথম।’’ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন কাউন্সিল (নাক) সেমেস্টার চালুর জন্য পরামর্শ দিচ্ছিল। তবে নবগঠিত এই বিশ্ববিদ্যালয়ের সব পরিকাঠামো ঠিক মতো তৈরি না হওয়ায় তা চালু করতে খানিকটা দেরি হল বলে দাবি কর্তৃপক্ষের।

কী পদ্ধতিতে হবে এই পঠনপাঠন? কলেজ শিক্ষকরা জানান, প্রতি ছ’মাস অন্তর একটি করে সেমেস্টার হবে। প্রতিটি বিষয়ে ১০ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। সম্প্রতি বিষয়টি ব্যাখ্যা করার পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও স্বাগত জানিয়েছেন বলে দাবি সাধনবাবুর। নতুন ব্যবস্থা চালু করার আগে সব কটি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে বেশ কয়েক বার কর্মশালাও করা হয়।

Advertisement

নতুন এই পদ্ধতিকে স্বাগত জানিয়ে বিসি কলেজের অধ্যক্ষ ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন, ‘‘সেমেস্টারের ফলে পড়ুয়ারা অনেক বেশি আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারবেন। ক্লাসে পড়াশোনাও জোরদার হবে। পড়ুয়াদের ক্লাস করার প্রবণতাও বাড়বে।’’ শিক্ষকদের দাবি, নতুন ব্যবস্থায় পড়ুয়াদের কাছে আরও বেশি নম্বর তোলার সুযোগ থাকছে। তবে নতুন ব্যবস্থায় শিক্ষার পরিকাঠামো আরও উন্নত করার দাবি উঠেছে শিক্ষা মহলে। আসানসোল বিবি কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু বলেন, ‘‘এই ব্যবস্থা পড়ুয়াদের জন্য খুবই ভাল। তবে এর সুফল পেতে হলে কলেজ স্তরে শিক্ষা পরিকাঠামোর আরও উন্নতি দরকার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement