শিল্প পরিস্থিতি নিয়ে ক্ষোভ অমলের

গত চার বছরে মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়েছে, দুর্গাপুরে এক আলোচনাচক্রে এমনই অভিযোগ করলেন বর্ধমান জেলা বামফ্রন্টের আহ্বায়ক অমল হালদার। বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার দুর্গাপুর পূর্ব ২ জোনাল কমিটির উদ্যোগে এই আলোচনাচক্রের আয়োজন হয়। অমলবাবু ছাড়াও ছিলেন শিক্ষাবিদ সুবিমল সেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০১:৩০
Share:

দুর্গাপুরের আলোচনাচক্রে। নিজস্ব চিত্র।

গত চার বছরে মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়েছে, দুর্গাপুরে এক আলোচনাচক্রে এমনই অভিযোগ করলেন বর্ধমান জেলা বামফ্রন্টের আহ্বায়ক অমল হালদার। বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার দুর্গাপুর পূর্ব ২ জোনাল কমিটির উদ্যোগে এই আলোচনাচক্রের আয়োজন হয়। অমলবাবু ছাড়াও ছিলেন শিক্ষাবিদ সুবিমল সেন।

Advertisement

অমলবাবু বলেন, ‘‘বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে প্রথমেই সবার জন্য ভাতের বন্দোবস্ত করেছিল। তাই নতুন করে আর খাদ্য আন্দোলন হয়নি।’’ এর পরেই তিনি দাবি করেন, ‘‘মানুষের স্বচ্ছলতা বেশ কমে গিয়েছে গত চার বছরে। দুর্গাপুরের সিটি সেন্টার, বেনাচিতি বাজার, মামরা বাজার শুকিয়ে গিয়েছে।’’ তিনি বলেন, ‘‘এখানে শিল্পের পরিস্থিতি যে নেই তা তো হাইকোর্টের প্রধান বিচারপতিও বলে দিয়েছেন।’’ তিনি অভিযোগ করেন, বামফ্রন্ট সরকারের উদ্যোগে রাজ্যে শিল্পায়নের উদ্যোগ শুরু হতেই স্বার্থান্বেষীরা একজোট হয়ে তা ভেস্তে দেয়। দলীয় কর্মীদের, বিশেষত তরুণ প্রজন্মকে দলের নীতি মেনে মানুষের জন্য লড়াই করার পরামর্শ দেন অমলবাবু। তিনি বলেন, ‘‘দলীয় নীতি, আদর্শ কঠোর ভাবে মেনে চলতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement