কর্মীকে ‘মারে’ ধরা পড়েনি সব অভিযুক্ত, ধর্নায় তৃণমূল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এমএএমসি টাউনশিপের বি-২ বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূলের বুথকর্মী জয়দেব ধীবরকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৭ জুন ২০১৯ ০১:৫৫
Share:

থানায় অবস্থান। নিজস্ব চিত্র

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে মঙ্গলবার রাতে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বুধবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করল তৃণমূল। স্থানীয় কাউন্সিলর দেবব্রত সাঁইয়ের দাবি, ‘‘বিজেপিতে যোগ না দেওয়ার অপরাধে আমাদের কর্মী জয়দেব ধীবরকে মারধর করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাদের সবাইকে গ্রেফতার করতে হবে।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এমএএমসি টাউনশিপের বি-২ বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূলের বুথকর্মী জয়দেব ধীবরকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তৃণমূলের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই জয়দেববাবুকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তিনি রাজি না হওয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপরে চড়াও হয়। তৃণমূলের আরও অভিযোগ, থানায় অভিযোগ করার পরেও শুধু এক জনকে ধরা হয়েছে।

বুধবার সকালে থানায় বিক্ষোভ শুরু করে তৃণমূল। ধর্নায় বসেন ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রতবাবু ও অন্য নেতারা। দেবব্রতবাবুর অভিযোগ, ‘‘দুর্গাপুরকে অশান্ত করতে বিজেপি এ সব করছে। অবিলম্বে ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে।’’ পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ থামে। তৃণমূল নেতা-কর্মীদের একাংশের দাবি, পুলিশের মধ্যে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আগের মতো তৎপরতা দেখা যাচ্ছে না। যদিও পুলিশ তা মানতে নারাজ। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বক্তব্য, ‘‘এই ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। অন্তর্দ্বন্দ্ব চাপা দিতে মিথ্যা অভিযোগ করছে তৃণমূল।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন