কাছেই শহর, তবু ভরসা  হ্যারিকেন

নেতাজিসুভাষ বসু রোড রানিগঞ্জ শহরের যোগাযোগের প্রধান মাধ্যম। অথচ, এই রোডের তারবাংলা মোড় থেকে প্রায় দেড়শো মিটার দূরে থাকা রাজপাড়া মুঙ্গেরিয়া খাটালপাড়া এলাকায় শ’খানেক বাড়ি বিদ্যুহীন রয়েছে। এখন ওইসব বাড়ির ভরসা হ্যারিকেনের আলো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০২:০৫
Share:

নেতাজিসুভাষ বসু রোড রানিগঞ্জ শহরের যোগাযোগের প্রধান মাধ্যম। অথচ, এই রোডের তারবাংলা মোড় থেকে প্রায় দেড়শো মিটার দূরে থাকা রাজপাড়া মুঙ্গেরিয়া খাটালপাড়া এলাকায় শ’খানেক বাড়ি বিদ্যুহীন রয়েছে। এখন ওইসব বাড়ির ভরসা হ্যারিকেনের আলো। তবে কিছু কিছু বাড়িতে সৌরবিদ্যুৎ রয়েছে। ওই সব বাসিন্দাদের অভিযোগ, বাড়ির পাশ দিয়ে বিদ্যুতের তার চলে গেলেও তাঁদের ঘরেও এখনও সংযোগ দেওয়া হয়নি। এ নিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।

Advertisement

৯৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এলাকাটি। স্থানীয় বাসিন্দা আটচল্লিশ বছরের বালচাঁদ যাদবের আক্ষেপ, ‘‘জন্মের পর থেকে ঘরে বিদ্যুতের আলো জ্বলতে দেখেননি। শহরের ব্যস্ত তারবাংলা মোড় থেকে মহাবীর কোলিয়ারি যাওয়ার রাস্তার পাশে এই খাটালপাড়া। না আছে বিদ্যুৎ সংযোগ, না আছে ভাল রাস্তা।’’ তিনি বলেন, “হ্যারিকেন জ্বালাতে কেরোসিন কিনতে হয় ৪০-৫০ টাকা দরে।” মারোয়ারি সনাতন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পড়ুয়া সোনু যাদব, বাসন্তীদেবী গোয়েঙ্কা বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির রানিকুমারী রামরা জানিয়েছে, পরীক্ষার সময়ে সব থেকে বেশি কষ্ট হয়। কোনও কারণে তেল শেষ হয়ে গেলে ওই রাতে পড়া বন্ধ করে দিতে হয়। এলাকার যুবক সুজিতকুমার যাদব বলেন, “বাড়ির পাশে বিদ্যুতের খুঁটি থাকলেও আমাদের বিদ্যুৎহীন ভাবে রাত কাটাতে।” বাসিন্দারা জানান, নির্বাচনের আগে প্রতিটি দলই প্রতিশ্রুতি দিলেও এখনও বিদ্যুৎ সংযোগ মেলেনি।

এলাকার কাউন্সিলর তথা স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত বলেন, “নির্বাচনের আগে আমি ওই এলাকার বাসিন্দাদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি রাখতে পুরসভার সহয়তায় শীঘ্রই বিদ্যুদয়নের কাজ করা হবে। সংশ্লিষ্ট দফতরও সেই পরিকল্পনা নিয়েছে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন