Purba Bardhaman incident

মাকে খেতে দিতেন না দাদা-বৌদি, মারধরও করতেন! বৃদ্ধার মৃত্যুতে অভিযোগ কন্যার, ধৃত দুই

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম রেখা পাল। নাদনঘাট থানার সমুদ্রগড় বাজার পাড়ায় থাকতেন তিনি। গত ৩ জুলাই নিজের বাড়ি থেকেই বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২২:২৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক ষাটোর্ধ্ব মহিলার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকায়! ওই বৃদ্ধার কন্যার অভিযোগ, তাঁর মাকে দাদা এবং বৌদি অত্যাচার করতেন। আর সেই অত্যাচারের কারণেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। সেই অভিযোগের ভিত্তিতে বৃদ্ধার পুত্র এবং পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম রেখা পাল। নাদনঘাট থানার সমুদ্রগড় বাজার পাড়ায় থাকতেন তিনি। গত ৩ জুলাই নিজের বাড়ি থেকেই বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মায়ের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন তাঁর কন্যা মিঠু পাল। থানায় অভিযোগ করেন, দাদা সন্তু পাল এবং বৌদি কুমকুম পাল তাঁর মায়ের উপর অত্যাচার করতেন। খেতে দিতেন না ঠিকমতো। মারধর করতেন বলেও অভিযোগ। এই নিয়ে মিঠুর সঙ্গে আগেও দাদা-বৌদির অশান্তি হয়েছে। মিঠুর দাবি, অত্যাচারের কারণে মৃত্যু হয়েছে তাঁর মায়ের।

সেই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। গ্রেফতার করা হয় সন্তু এবং কুমকুমকে। শনিবার ধৃতদের আদালতে হাজির করানো হয়। বিচারকের সামনে নিজেদের নির্দোষ বলে দাবি করেন মৃতার পুত্র এবং পুত্রবধূ। যদিও বিচারক অভিযুক্তদের দাবিতে কর্ণপাত করেননি। পুলিশের আবেদন মেনে ধৃতদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement