প্রতিরোধের বার্তা সম্মেলনে

রাজ্য সরকারের দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডের (ডিসিএল) বেসরকারিকরণ, কেন্দ্রীয় সরকারের অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি) কৌশলগত বিলগ্নিকরণের তোড়জোড় করা হচ্ছে বলে অভিযোগ সিপিএমের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুড়িয়া শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ০০:০০
Share:

বক্তা: জামুড়িয়ায় সিপিএমের জেলা সম্মেলনে সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

একদা বাম-ঘাঁটি। কিন্তু সাম্প্রতিক অতীতে পরপর নির্বাচনের ফলে দেখা গিয়েছে, বাম সংগঠনে ফাটল দেখা দিয়েছে সাবেক বর্ধমানের শিল্প-এলাকায়। যদিও সিপিএমের অভিযোগ, পরপর নানা ভোটে সন্ত্রাস চালিয়েছে শাসক দল। পঞ্চায়েত ভোটের আগে সেই ‘সন্ত্রাস’ রুখতে ‘প্রতিরোধে’রই দাওয়াই দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

Advertisement

বৃহস্পতিবার সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষে জামুড়িয়ায় এসে সূর্যকান্তবাবু বলেন, ‘‘ছাত্র, যুব, কৃষক, শ্রমিক স্তরে প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে। সন্ত্রাস, রিগিং রোখা-সহ যে কোনও রকম অধিকার আদায়ের আন্দোলনে প্রতিরোধ বাহিনীকেই প্রতিরোধের ভূমিকা নিতে হবে।’’

রাজনৈতিক শিবিরের একাংশের মতে, সংগঠনকে ঢেলে সাজাতে বিশেষ ভাবে শ্রমিক-ক্ষোভের বিষয়টিও মাথায় রেখেছেন সিপিএম নেতৃত্ব। আর তাই এ দিন দলের রাজ্য সম্পাদককেও বলতে শোনা যায়, ‘‘রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারিকরণের চেষ্টার বিরুদ্ধে দলের প্রতিটি স্তরকে লাগাতার আন্দোলন সংগঠিত করতে হবে।’’ এ ছাড়াও কৃষকদের ফসলের জন্য দাবি আদায়ের কথাও বলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে এই জেলায় শিল্পক্ষেত্রে বেসরকারিকরণের তোড়জোড় করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার, এই অভিযোগককে সামনে রেখে আন্দোলন করতে দেখা গিয়েছে সিটু-সহ নানা শ্রমিক সংগঠনগুলিকে। যেমন, রাজ্য সরকারের দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডের (ডিসিএল) বেসরকারিকরণ, কেন্দ্রীয় সরকারের অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি) কৌশলগত বিলগ্নিকরণের তোড়জোড় করা হচ্ছে বলে অভিযোগ সিপিএমের।

Advertisement

সিপিএম জানায়, তিন দিন ধরে সম্মেলন চলবে জামুড়িয়ার নজরুল শতবার্ষিকী ভবনে। এ দিন সম্মেলনের প্রথম দিন, দলের নেতা মহম্মদ সেলিমও যোগ দেন। তিনি বিজেপি-তৃণমূল যোগসাজসের অভিযোগ করেন। প্রশ্ন তোলেন সারদা, নারদ তদন্তের অগ্রগতি নিয়েও। এ ছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা নীতির বিরুদ্ধে তোপ দাগেন সূর্যকান্তবাবু ও সেলিম।

সম্মেলন মঞ্চে সভাপতিত্ব করেন সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী। রয়েছেন দলের নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায় প্রমুখ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলার বিজেপি ও তৃণমূল নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন