ঘরে ফিরতে চেয়ে আর্জি

নিজের বাড়িঘর রয়েছে। ছেলেমেয়েরাও স্কুলে পড়ত। কিন্ত কাউন্সিলর জঙ্গল শেখ ও তার দলবল এলাকা ‘দখল’ করে নেওয়ায় ঘরে ফিরতে পারছেন না তাঁরা— এমনই অভিযোগ তুলে বিধায়কের দ্বারস্থ হয়েছেন কাটোয়ার মাঠপাড়ার ৫০টি পরিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ০০:০০
Share:

নিজের বাড়িঘর রয়েছে। ছেলেমেয়েরাও স্কুলে পড়ত। কিন্ত কাউন্সিলর জঙ্গল শেখ ও তার দলবল এলাকা ‘দখল’ করে নেওয়ায় ঘরে ফিরতে পারছেন না তাঁরা— এমনই অভিযোগ তুলে বিধায়কের দ্বারস্থ হয়েছেন কাটোয়ার মাঠপাড়ার ৫০টি পরিবার। রবিবার তাঁরা দাবি করেন, চার বছর ধরে বাড়িছাড়া তাঁরা। প্রশাসনের কাছে আর্জি জানিয়েও লাভ হয়নি।

Advertisement

রাজিয়া বিবি, কুহেলি বিবিদের অভিযোগ, গত পুরসভা নির্বাচনের পর থেকেই ১৯ নম্বর ওয়ার্ডের ওই পঞ্চাশটি পরিবার ঘরছাড়া। জঙ্গল শেখ কাউন্সিলর হওয়ার পরে গোলমাল আরও বাড়ে বলেও তাঁদের দাবি। সাহানা খাতুন, ইজরাইল শেখদের অভিযোগ, জঙ্গল ও তার ছেলে সাদ্দাম শেখ দলবল নিয়ে এলাকায় তাঁদের বিরোধী পরিবারের উপর লুঠপাট চালায়। সেই থেকে কখনও আত্মীয়ের বাড়ি, কখনও বাইরে কাজ করতে চলে যান তাঁরা। অনেকের আবার মাঝপথে পড়াশোনাও বন্ধ হয়ে যায়। রিঙ্কি বিবি, মোসলেমা বিবিরা বলেন, ‘‘বাড়িছাড়া হয়ে ছোট ছেলেমেয়েদের স্কুলেও ভর্তি করতে পারছি না। মেয়ের বিয়েও আটকে গিয়েছে।’’

মাসদুয়েক আগে নিরাপদে ঘরে ফেরার আর্জি জানিয়ে কাটোয়ার মহকুমাশাসককে স্মারকলিপি দিয়েছিলেন তাঁরা। কিন্তু কাজ হয়নি বলে দাবি তাঁদের। এ দিন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁদের ফেরানোর আশ্বাস দেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন