—প্রতীকী চিত্র।
শাসকদলের কার্যালয় লাগোয়া এক অফিস ঘরে দিনের পর দিন এক মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠল। শেষমেষ সমাজমাধ্যমে সরব হলেন নির্যাতিতা।
বর্ধমান শহরের ঘটনা। শুক্রবার সমাজমাধ্যমে নির্যাতিতা মহিলা কাতর আবেদন করে লেখেন, “আমি আজ সবার কাছে খারাপ। জানি না আর কতদিন লড়াই করব ঠাকুর। আমাকে শক্তি দাও।” এই ঘটনার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোরগোল পড়ে যায়। বর্ধমান থানার পুলিশ সক্রিয় হয়। নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে বর্ধমান থানার পুলিশ ৩ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ধৃত তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগে জানিয়েছেন। অভিযোগ, তাঁকে বার বার ধর্ষণের চেষ্টা করা হয়। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে হাজির করানো হবে। প্রত্যেকের বাড়ি বর্ধমান শহরের রসিকপুর এলাকায়।
তৃণমূল নেতা দেবু টুডু-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।