Burdwan

দেওয়াল লেখা নিয়ে তৃণমূল-বিজেপি গন্ডগোল বর্ধমানে

রবিবার দুপুরে শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের ভাতছালা পীরতলায় অশান্তি বাধে দেওয়াল লেখা নিয়ে। তৃণমূলের অভিযোগ, এ দিন কয়েক জন বিজেপিকর্মী তাদের দেওয়াল লিখন কালি দিয়ে মুছে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ২১:২৬
Share:

দেওয়াল লিখন নিয়ে অশান্তি। নিজস্ব চিত্র।

পার্টি অফিসের পর এ বার দেওয়াল লিখন নিয়ে অশান্তি বর্ধমানে। শাসক ও বিরোধী একে অপরের বিরুদ্ধে এ বিষয়ে নালিশ জানায় পুলিশের কাছে।

Advertisement

রবিবার দুপুরে শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের ভাতছালা পীরতলায় অশান্তি বাধে দেওয়াল লেখা নিয়ে। তৃণমূলের অভিযোগ, এ দিন কয়েক জন বিজেপিকর্মী তাদের দেওয়াল লিখন কালি দিয়ে মুছে দেন। এই ঘটনার খবর পেয়ে এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের তাড়া করলে রং, তুলি ফেলে পালিয়ে যান।

৩৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সনৎ বক্সী বলেন, ‘‘আমাদের দেওয়াল লিখনের উপর এ দিন বিজেপি কর্মীরা জোর করে দেওয়াল লেখা শুরু করে। ঘাসফুলের উপর কালি লেপে দেওয়া হয়। দলীয় কর্মী-সমর্থকরা খবর পেয়ে তাঁদের তাড়া করলে সবাই পালিয়ে যান।’’

Advertisement

বিজেপি-র পাল্টা দাবি, তৃণমূলই তাদের দেওয়াল লিখনের উপর জোর করে লিখেছে। স্থানীয় বিজেপি নেত্রী শুক্লা মণ্ডল বলেন, ‘‘এ দিন আমরা ভাতছালায় দেওয়াল লিখতে গেলে তৃণমূলের কর্মীরা আমাদের আক্রমণ করে। বাইক ভাঙচুর করে। মহিলাদের কুৎসিত ভাষায় গালিগালাজ করে। বিজেপির লেখা দেওয়ালে কালি ছিটিয়ে দেওয়া হয়।’’

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন