মাস খানেক আগেই দলের গুসকরা টাউন সভাপতি পদ থেকে সরানো হয়েছিল আউশগ্রামের থানা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর চঞ্চল গড়াইকে। এ বার তাঁকে গুসকরার পিপি ইনস্টিটিউশনের সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে সেই জায়গায় পুরপ্রধান বুর্ধেন্দু রায়ের নাম প্রস্তাব করা হয়েছে বলে খবর। এই ঘটনার পরে তৃণমূলের একটি সূত্রের দাবি, নানা ঘটনার মতো এর নেপথ্যেও গোষ্ঠী-কোন্দলের ছায়া থাকতে পারে। যদিও অন্য শিবিরের দাবি, চঞ্চলবাবু এখন জেলে থাকায় স্কুল পরিচালনায় সমস্যা হচ্ছিল।
প্রশাসন সূত্রে খবর, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে শিক্ষা দফতরে বুর্ধেন্দুবাবুর নাম সুপারিশ করেছেন। শুধু তাই নয়, শিক্ষানুরাগী হিসেবে এত দিন পরিচালন সমিতিতে অনুপম বন্দ্যোপাধ্যায় ও তপন দাস ছিলেন। সূত্রের খবর তাঁদেরও সরে যেতে হচ্ছে। সেই জায়গায় গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি কুশল মুখোপাধ্যায় ও অনিন্দ্য বসুর নাম পাঠানো হয়েছে বলে খবর। আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দারের দাবি, ‘‘স্কুলের অচলাবস্থা দূর করতেই দলীয় সিদ্ধান্ত মেনে এমন পদক্ষেপ।’’
যদিও এই ঘটনার খবর চাউর হতেই তৃণমূলের একটি সূত্রের দাবি, এই ঘটনার নেপথ্যে কাজ করেছে দলেরই গোষ্ঠী-কোন্দল। মাস খানেক আগে পুরবোর্ডের সভায় দলের নেতা-কর্মীদের হাতে হেনস্থা হতে হয়েছিল চঞ্চলবাবুকে। তার পরে তাঁরই হাতে গড়া দলের অফিস ‘দখল’ করার অভিযোগ ওঠে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। মাসখানেক আগে দলের গুসকরা টাউন সভাপতি পদ থেকেও সরানো হয় তাঁকে।
পুরপ্রধান শিবিরের দাবি, চঞ্চলবাবু বর্তমানে জেলে থাকায় স্কুল পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। ব্যবহার করা যাচ্ছে না স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও। যদিও জেলা স্কুল পরিদর্শক খগেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন সংশ্লিষ্ট চক্রের স্কুল পরিদর্শক।
চঞ্চলবাবুর অনুগামীদের দাবি, পরিচালন সমিতির পুরনো দু’জন সদস্যকে সরিয়ে দেওয়াতেও কোন্দলের ছবিটা পরিস্কার হয়েছে। অনুপমবাবুদের দাবি, ‘‘এখনও অপসারণের নির্দেশ মেলেনি।’’
সভাপতির পদের অপসারণ প্রসঙ্গে বুর্ধেন্দুবাবুর যদিও রবিবার বলেন, ‘‘কোন্দলের কোনও বিষয় নেই। সুষ্ঠু ভাবে স্কুল পরিচালনায় একমাত্র কর্তব্য।’’