—প্রতীকী চিত্র।
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে মারধরের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গলসিতে। দলের লোকেদের লাঠির আঘাতে মাথা ফাটল মীর অঞ্জন নামে এক তৃণমূল কর্মীর। ঘটনায় জখম হয়েছেন শেখ সাদ্দাম নামে এক গ্রামবাসী-সহ তৃণমূল কর্মী শেখ হিরার। তাঁরা তিন জনেই গলসি ১ নম্বর ব্লকের পুরসা গ্ৰামের বাসিন্দা। মঙ্গলবার রাত ১০টা নাগাদ তৃণমূল নেতা পার্থ মণ্ডলের গোষ্ঠীর লোকেরা ওই হামলা চালান বলে অভিযোগ। অভিযুক্তদের খোজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পঞ্চায়েত গঠনের পরেই এমন ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার পরই স্থানীয়েরা তিন জনকে উদ্ধার করে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে শেখ সাদ্দাম ও মীর অঞ্জনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ দিকে ঘটনার জেরে গ্রামে রয়েছে চাপা উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে গলসি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত শেখ হীরা বলেন, ‘‘আমি টিভি দেখছিলাম। বাইরে কয়েক জনের সঙ্গে অঞ্জন বসে ছিল। সেই সময় হঠাৎ পার্থ মণ্ডলের গোষ্ঠীর লোকেরা আমাদের উপর হামলা করে।’’ দাবি, ঘটনার পর থেকেই পলাতক হামলাকারীরা।
রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘আমি যা শুনেছি, রাজনৈতিক বিবাদ নয়। একেবারেই গ্রাম্য বিবাদ। সুতরাং তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব বা সংঘর্ষের বিষয়টি সত্যি নয়।’’