মিছিলে হামলার অভিযোগ জামুড়িয়ায়

মিছিলে ছিলেন বিজেপি-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইও। অভিযোগ, খাসকেন্দা মোড় লাগোয়া তৃণমূলের কার্যালয়ের সামনে মিছিল পৌঁছতেই তৃণমূলের কয়েক জন কর্মী লাঠি, বাঁশ হাতে মিছিলে হামলা চালায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুড়িয়া শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ০০:৪৪
Share:

অশান্তি। নিজস্ব চিত্র

কয়লার অবৈধ কারবারের বিরুদ্ধে মিছিল। আর সেই মিছিলেই লাঠি, বাঁশ হাতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করল বিজেপি। রবিবার জামুড়িয়ার খাসকেন্দা মোড়ের কাছে তৃণমূলের আঞ্চলিক কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। বিজেপি-র দাবি, দলের কয়েক জন নেতা, কর্মী জখম হয়েছেন। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

বিজেপির জামুড়িয়া ২ নম্বর ব্লক সভাপতি গৌতম মণ্ডল জানান, এ দিন তাঁরা অবৈধ কয়লা পাচার, জুয়া ও মদের ঠেক বন্ধের দাবিতে চিচুরিয়া মোড় থেকে মিছিল শুরু করে কেন্দা ফাঁড়িতে যাচ্ছিলেন। মিছিলে ছিলেন বিজেপি-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইও। অভিযোগ, খাসকেন্দা মোড় লাগোয়া তৃণমূলের কার্যালয়ের সামনে মিছিল পৌঁছতেই তৃণমূলের কয়েক জন কর্মী লাঠি, বাঁশ হাতে মিছিলে হামলা চালায়।

বিজেপি-র দাবি, হামলায় তাদের দলের জামুড়িয়া ১ নম্বর ব্লক সভাপতি লক্ষ্মণ বাউরি-সহ মোট চার জন্য নেতা, কর্মী জখম হয়েছেন। লক্ষ্মণবাবু এ দিন বলেন, ‘‘বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমার চিকিৎসা করান দলের কর্মীরা। তার পরে ফাঁড়িতে এসে তৃণমূল কর্মী বিকাশ দুবে, তাপস দুবে ও ছোটি নুনিয়ার বিরুদ্ধে হামলা চালানোর লিখিত অভিযোগ দায়ের করি।’’ তবে হামলার পরেও তাঁরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ফাঁড়িতে স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানান গৌতমবাবু।

Advertisement

জামুড়িয়ায় বিজেপি-তৃণমূল গোলমালের অভিযোগ সাম্প্রতিক অতীতে বেশ কয়েক বার উঠেছে। গৌতমবাবুর অভিযোগ, সম্প্রতি ২৭ নভেম্বর আরএন কলোনিতে আমার বাড়ির গ্যারাজে বৈঠক ভেস্তে দেয় তৃণমূল। এর পরে চাকদোলা মোড়ে দলীয় কার্যালয়ে বৈঠক করতে গেলে সেখানেও তৃণমূলের বাধায় কার্যালয় খোলা যায়নি বলে অভিযোগ গৌতমবাবুর। বিজেপি-র আসানসোল জেলা কমিটির সম্পাদক সন্তোষ সিংহ জানান, এক মাসের মধ্যে ভুরি, খোট্টাডিহি, চিচুরিয়া মোড়-সহ নানা এলাকায় দলের কর্মীরা বারবার তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন। বিজেপি-র আরও অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পরে সিমেন্ট কারখানায় কর্মরত ন’জন দলীয় সমর্থকের চাকরি যায়। তিন দিন আগে পরাশিয়ায় বাড়ির মালিকের অনুমতি থাকা সত্ত্বেও বিজেপি-কে দেওয়াল লিখতে না দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোট-পর্বেও জামুড়িয়ার চিচুরবিল, জয়নগর, আঁধারিয়া গোবিন্দপুর, সত্তর, লায়কাপুরে বিজেপি প্রার্থী ও প্রস্তাবকদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

কিন্তু কেন এত হামলা-হুমকির অভিযোগ? বিজেপি-র জেলা সভাপতি লক্ষ্মণবাবুর বক্তব্য, ‘‘জামুড়িয়ায় আমাদের দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধি হচ্ছে। তাতেই ভয় পেয়ে এমন হামলা। পুলিশের সামনে এমন ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়া হয়নি।’’ লক্ষ্মণবাবুদের আরও অভিযোগ, এলাকায় কয়লার অবৈধ কারবার চলছে। সেই কারবার বন্ধের দাবিতে মিছিল হওয়ায় আখেরে ‘ক্ষতি’ দেখছিলেন হামলাকারীরা।

যদিও অভিযুক্ত তাপসবাবুরা অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসনের কথায়, ‘‘এলাকায় কোনও অবৈধ কারবার চলে না। আমাদের দলের নেতা, কর্মীদের বিরুদ্ধে হামলার মিথ্যা অভিযোগ করে বিজেপি সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। এ সব করে কোনও লাভ হবে না।’’

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন