—প্রতীকী ছবি।
এমার্জেন্সি জানলা দিয়ে হাত গলিয়ে ব্যাগ চুরির সময় চোরকে ধরে বর্ধমান জিআরপির হাতে তুলে দিলেন এক সেনাকর্মী। তাঁর অভিযোগের ভিত্তিতে চুরির মামলা রুজু করে জড়িতকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রাজা খান। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার ব্যাঙ্ক মোড় থানার আজাদনগরে তাঁর বাড়ি। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় জিআরপি। ধৃতকে ৩ দিন জিআরপি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
জিআরপি জানিয়েছে, মুর্শিদাবাদের সুতি থানা এলাকার বাসিন্দা ভুবন দাস সেনায় কর্মরত। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে মধ্যপ্রদেশের সাগর থেকে ডাউন শিপ্রা এক্সপ্রেসের সংরক্ষিত বগিতে চেপে আসছিলেন। পরের দিন ভোরে ট্রেনটি ধানবাদ স্টেশন ছাড়া মাত্র ট্রেনের এমার্জেন্সি জানালা দিয়ে হাত গলিয়ে এক যুবক তাঁর স্ত্রীর ব্যাগটি চুরি করে নেয়। তা দেখতে পেয়ে যান সেনাকর্মী। তিনি তৎক্ষণাৎ চোরের হাত ধরে ফেলেন। ট্রেনে কর্তব্যরত আরপিএফের সহায়তায় চোরকে ধরা হয়। এরপর ট্রেনে চাপিয়ে তাঁকে বর্ধমান স্টেশনে আনা হয়। বর্ধমান জিআরপিতে ঘটনার কথা জানিয়ে অভিযোগ জানান সেনা কর্মী।