ফ্যান সারাতে গিয়ে অগ্নিদগ্ধ দুই খনিকর্মী

বিকল হয়ে পড়া ফ্যান সারানোর পর সেটি চালু করতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন ইসিএলে এক ইলেকটিক্যাল সুপারভাইজার-সহ ওই বিভাগের দু’জন কর্মী। রবিবার দুপুর পৌনে ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে অন্ডালের কাজোড়া এরিয়ার লছিপুর কোলিয়ারিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৫ ০১:০১
Share:

পুড়ে গিয়েছে যন্ত্রপাতি। —নিজস্ব চিত্র।

বিকল হয়ে পড়া ফ্যান সারানোর পর সেটি চালু করতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন ইসিএলে এক ইলেকটিক্যাল সুপারভাইজার-সহ ওই বিভাগের দু’জন কর্মী। রবিবার দুপুর পৌনে ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে অন্ডালের কাজোড়া এরিয়ার লছিপুর কোলিয়ারিতে।

Advertisement

কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, রবিবার এই খনিতে কয়লা তোলা বন্ধ থাকে। শুধু রক্ষণাবেক্ষণের কাজ হয়। হঠাৎ কোলিয়ারির ভূগর্ভের ভিতরের হাওয়া বের করার জন্য ব্যবহৃত এক্সহস্ট ফ্যানটি খারাপ হয়ে যায়। ইলেটিক্যাল সুপারভাইজার অর্পণ ঘোষ সেটি সারানোর পরে স্যুইচ চালু করতেই আগুন লেগে যায়। তাতে ট্রান্সফর্মার-সহ নানা বৈদ্যুতিন সামগ্রী পুড়ে যায়। দগ্ধ হন অর্পণবাবু ও অমল মুখোপাধ্যায় নামে এক কর্মী।

শ্রমিক সংগঠনগুলির দাবি, ডিজিএমএসের বিধি মেনে এই কোলিয়ারিতে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় এমন ঘটেছে। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, ‘‘ওই ফ্যানের আইসোলেটর স্যুইচ চালু করার আগে তার পূর্ববর্তী আইসোলেটরটি বন্ধ করার কথা। প্রথমিক তদন্তে আমরা জেনেছি প্রথম স্যুইচটি বন্ধ না করে সরাসরি ফ্যানের আইসোলেটর স্যুইচ চালু করায় এমন ঘটেছে। বিদ্যুৎ বিভাগের এক জন দক্ষ সুপারভাইজার কী ভাবে এমন ঘটনা ঘটালেন তা তদন্ত করে দেখা হচ্ছে।’’ তিনি জানান, অর্পণবাবুকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অমলবাবুর ডান হাতের একাংশ পুড়ে গিয়েছে। তাঁকে সংস্থার কাল্লা কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement