অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃত ইন্দ্রভূষণ বাগদি (২৭) আউশগ্রামের বন নবগ্রামের বাসিন্দা। পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান ইন্দ্রভূষণবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০০:০১
Share:

অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃত ইন্দ্রভূষণ বাগদি (২৭) আউশগ্রামের বন নবগ্রামের বাসিন্দা। পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান ইন্দ্রভূষণবাবু। তারপর বাড়ির পাশেই এক মাঠ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবককে। প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই যুবককে। সেখানেই মঙ্গলবার দুপুর ২টো নাগাদ মৃত্যু হয় ইন্দ্রভূষণবাবুর। পুলিশের প্রাথমিক অনুমান, গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতী হয়েছেন ওই যুবক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement