elephant

Mithila Express: লাইন পার করিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দলকে, আটকে পড়ল আপ মিথিলা এক্সপ্রেস

ট্রেন লাইন পার করিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দলকে। যার জেরে গলসির পারাজ স্টেশনে দাঁড়িয়ে গেল আপ মিথিলা এক্সপ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আউশগ্রাম শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ০১:১৫
Share:

নিজস্ব চিত্র।

ট্রেন লাইন পার করিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দলকে। যার জেরে গলসির পারাজ স্টেশনে দাঁড়িয়ে গেল আপ মিথিলা এক্সপ্রেস। স্টেশনে প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকল বিহারের রক্সোলগামী ওই এক্সপ্রেস।

Advertisement

বর্ধমান থেকে ৬.১০ মিনিটে ছেড়ে আসার পরই ট্রেনটিকে পারাজ স্টেশনে থামিয়ে দেওয়া হয়। সেই সময় স্টেশনের পশ্চিম দিকে বেশ কিছুটা দূরে হাতির দলকে লাইন পার করাচ্ছিল বন দফতর।

স্টেশনের পাশেই রয়েছে রয়েছে ২নং জাতীয় সড়ক। সেখানেও সাধারণ মানুষের সুরক্ষায় মোতায়েন করা হয়েছিল পুলিশ।

Advertisement

আউসগ্রাম থেকে হাতির দলকে বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠানোর কাজ চালাচ্ছিল বন দফতর। যার জেরে বেশ কয়েকটি লোকাল ট্রেনও পারাজ স্টেশনে দেরিতে এসেছে বলে জানান স্থানীয়রা। বনদফতরের কর্মীরা জানান, তাঁরাও হাতির দলকে খড়ি নদী পার করে কোলকোলের কাছে সাতফুঁকো এলাকায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন