রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি এটিএমে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, এটিএমের দরজা খোলা। এটিএম যন্ত্রটিও ভাঙা পড়ে রয়েছে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে। ভিতরে থাকা সিসিটিভি-ও ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। পুলিশ জানায়, এটিএম থেকে টাকা বের করতে পারেনি দুষ্কৃতীরা। তদন্ত শুরু হয়েছে।