Bardhaman University

পদ নিয়ে টানাপড়েন! উপাচার্যের পর থানায় গেলেন রেজিস্ট্রারও, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ‘অচলাবস্থা’

অবসরের পরেও পদ আঁকড়ে বসে রয়েছেন রেজিস্ট্রার। এই অভিযোগ তুলে কয়েক দিন আগেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৮
Share:

বর্ধমান বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

অবসরের পরেও পদ আঁকড়ে বসে রয়েছেন রেজিস্ট্রার। এই অভিযোগ তুলে কয়েক দিন আগেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ। তা নিয়ে শোরগোলের মধ্যে এ বার থানায় গেলে রেজিস্ট্রার সুজিতকুমার চৌধুরী নিজেও। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি দেখেন রেজিস্ট্রারের ঘরে তালা ঝুলছে।

Advertisement

চলতি বছরের জানুয়ারি মাসে অবসর নেন সুজিত। অবসর গ্রহণের আগেই তিনি চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর হয়েছে সম্প্রতি। তার পরেই তিনি আবার কাজে যোগ দেন। এর পরেই উপাচার্য পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, সুজিত নিয়ম মানছেন না। জোর করে রেজিস্ট্রার অফিসে ঢুকে পড়ছেন।

সুজিতের পাল্টা দাবি, তিনি উচ্চশিক্ষা দফতরের নির্দেশেই ওই পদে রয়েছেন। যদিও উপাচার্যের বক্তব্য, তিনি উচ্চশিক্ষা দফতরের থেকে কোনও চিঠি পাননি।

Advertisement

এই পরিস্থিতিতে সোমবার সুজিতও পুলিশের দ্বারস্থ হন। তিনি বলেন, “সরকারি নির্দেশে আমি পুনর্বহাল হয়েছিলাম। অথচ আজ অফিসে গিয়ে দেখি, রেজিস্ট্রারের ঘরে তালা। তাই থানায় অভিযোগ জানালাম।”

পাল্টা উপাচার্য বলেন, “উচ্চশিক্ষা দপ্তরের তরফে আমার কাছে কোনও লিখিত নির্দেশ আসেনি। আমি বিষয়টি নিয়ে দপ্তরের কাছে ব্যাখ্যা চেয়েছি। এখনও পর্যন্ত কোনও উত্তর পাইনি। তাই রেজিস্ট্রারের সমস্ত দায়িত্ব আমি নিজেই সামলাচ্ছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement