সেনা ঘাঁটির পাশে ঘোরাফেরা, গ্রেফতার

বায়ু সেনার ঘাঁটির আশপাশে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে পাকড়াও করলেন গ্রামবাসীরা। রবিবার পানাগড় বায়ুসেনার ঘাঁটি সংলগ্ন কাঁকসার বৃন্দাবনপুর এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০২:০৬
Share:

বায়ু সেনার ঘাঁটির আশপাশে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে পাকড়াও করলেন গ্রামবাসীরা। রবিবার পানাগড় বায়ুসেনার ঘাঁটি সংলগ্ন কাঁকসার বৃন্দাবনপুর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মেহবুব আলম। বাড়ি মালদহের কালিয়াচকে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় মেহবুব ও আরও এক জনকে। গ্রামবাসীরা তাড়া করলে মেহবুব বিমানঘাঁটির পাশের একটি ঝোপে লুকিয়ে পড়ে। পরে তাকে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরা করে কথায় অসঙ্গতি মেলায় মেহবুবকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে বায়ুসেনা কর্তৃপক্ষের সঙ্গে। আজ, সোমবার ধৃতকে আদালতে তোলা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্য জন গ্রামবাসীদের দেখেই চম্পট দেয়। তল্লাশি চালিয়েও ওই ব্যক্তির খোঁজ মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।

বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করা হল কেন? পুলিশ জানায়, শনিবার রাতে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা আসে। খবর মিলেছে জঙ্গি অনুপ্রবেশেরও। তা ছাড়া সম্প্রতি ঘটে যাওয়া পঠানকোটের ঘটনার পরে আর কোনও ঝুঁকি নিতে চাওয়া হয়নি বলেই বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement