Municipality Election

Municipal Election Result 2022: ভাল জীবনসঙ্গী পেয়েছি, আসানসোলে ভোটে জিতে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ জিতেনের স্ত্রী চৈতালি

২৭ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণডাঙায় এক হাজার ৫৬১ ভোটে নির্দল প্রার্থী রীতা বিশ্বাসকে হারিয়ে দিয়েছেন জিতেন-জায়া চৈতালি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৭
Share:

আসানসোলে জিতলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি। —নিজস্ব চিত্র।

আসানসোলে সবুজ ঝড়ের মধ্যেও ব্যতিক্রম চৈতালি তিওয়ারি। পরিচয়ে ওই এলাকার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ওরফে জিতেনের স্ত্রী তিনি। সেই চৈতালি আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ড থেকে জয় পেয়েছেন। দেড় হাজারের বেশি ভোটের ব্যবধানে নিকটবর্তী নির্দল প্রার্থীকে তিনি হারিয়ে দিয়েছেন। আসানসোলে বিজেপি প্রার্থী হিসাবে জয় পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি চৈতালি। স্বামীর প্রশংসায় পঞ্চমুখ জিতেন-জায়া।
ভোট গণনা শুরু হতেই রাজ্যের অন্যান্য তিনটি পুরসভার মতো আসানসোলে এগিয়ে যেতে থাকেন জোড়াফুল প্রার্থীরা। তবে ২৭ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণডাঙায় ১,৫৬১ ভোটে নির্দল প্রার্থী রীতা বিশ্বাসকে হারিয়ে দিয়েছেন জিতেন-জায়া চৈতালি। আসানসোলের ওই ওয়ার্ডটি এত দিন নির্দল কাউন্সিলরের দখলে ছিল। সেই ওয়ার্ড এ বার বিজেপি-র দখলে। প্রথম বার ভোটে দাঁড়িয়ে এই জয়ে খুশি চৈতালি। আর সেই জয়ের খবর এল ভ্যালেন্টাইন’স দিবসে। জয়ের যাবতীয় কৃতিত্ব স্বামীকেই দিচ্ছেন চৈতালি। তাঁর কথায়, ‘‘উনি ভোটে আমার ছায়াসঙ্গী হয়েছিলেন। ওঁকে ধন্যবাদ। আমার জীবনের সঙ্গী আমি ভাল পেয়েছি।’’

Advertisement

স্ত্রীর প্রশংসা নিয়ে জিতেনের বক্তব্য, ‘‘পৃথিবীর সব পুরুষই এমন সার্টিফিকেট পেতে চায়।’’ তৃণমূলে থাকাকালীন দীর্ঘ দিন আসানসোল পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন জিতেন। স্ত্রীকে তাঁর পরামর্শ, ‘‘আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে অনেক ওয়ার্ডে জয়ের সম্ভাবনা ছিল। জোর করে সন্ত্রাস করে হারানো হয়েছে। তবে কর্মীদের পাশে থাকতে হবে। আসানসোলের বঞ্চনা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ভাল কাজের প্রশংসাও করতে হবে।’’

জিতেনের পরামর্শ শুনে চৈতালির সংক্ষিপ্ত মন্তব্য, ‘‘সেই কাজই করে যাব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন