Arrest

স্বামী খুন! গ্রেফতার স্ত্রী

জানা গিয়েছে, কয়েক মাস আগে ওই নাবালিকার সঙ্গে বছর সতেরোর ওই কিশোরের পরিচয় হয়। দু’জনের মধ্যে ভাব-ভালেবাসার সম্পর্ক গড়ে ওঠে। মাস তিনেক আগে তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৫
Share:

—প্রতীকী চিত্র।

কিশোর স্বামীকে খুনের অভিযোগে এক নাবালিকাকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। আউশগ্রাম থানা এলাকায় বছর পনেরোর ওই নাবালিকার বাপেরবাড়ি। গলসি থানা এলাকায় শ্বশুরবাড়ি থেকে সোমবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। নাবালিকাকে রবিবারই বর্ধমানের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয়। তাকে হোমে পাঠানোর নির্দেশ দেয় বোর্ড। স্বামীকে খুনের অভিযোগে নাবালিকার গ্রেফতার হওয়ার বিষয়টি চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট মেলার পরই নিশ্চিত হওয়ান যাবে, এটি খুন না কি আত্মহত্যা।

Advertisement

জানা গিয়েছে, কয়েক মাস আগে ওই নাবালিকার সঙ্গে বছর সতেরোর ওই কিশোরের পরিচয় হয়। দু’জনের মধ্যে ভাব-ভালেবাসার সম্পর্ক গড়ে ওঠে। মাস তিনেক আগে তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। কিছু দিন ধরেই মোবাইল নিয়ে স্বামীর সঙ্গে ওই নাবালিকার অশান্তি চলছিল। রবিবার গভীর রাতে কিশোরকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার বিষয়ে মৃতের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ছেলেকে শ্বাসরোধ করে খুন করে আত্মহত্যা বলে চালাতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে খুনের মামলা রুজু করেছে থানা। মৃতের এক প্রতিবেশী বলেন, ‘‘মাঝরাতে কিশোরীর কান্নার আওয়াজ শুনে পরিবারের লোকজন ঘরের কাছে ছুটে আসেন। প্রথমে কিশোরীর দরজা খুলতে অস্বীকার করে। অনেক চাপাচাপির পর সে দরজা খোলে। ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় কিশোরকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement