train

ইদ পালন করতে বাপের বাড়ি যাচ্ছিলেন বধূ, মেমারিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু

মৃতা আনিস পূর্ব বর্ধমানের জামালপুর থানার শুড়েকালনার বাসিন্দা। শুক্রবার বিকেলে শুড়েকালনা থেকে পরিবারের সঙ্গে তিনি বাপের বাড়িতে যাচ্ছিলেন ইদ উদযাপন করতে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ২৩:২০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মেমারিতে। হাওড়া বর্ধমান মেইন শাখার মেমারি স্টেশনে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আনিস বেগম। তাঁর বয়স ৩৫ বছর।

Advertisement

রেল পুলিশ জানিয়েছে, মৃতা আনিস পূর্ব বর্ধমানের জামালপুর থানার শুড়েকালনার বাসিন্দা। শুক্রবার বিকেলে শুড়েকালনা থেকে পরিবারের সঙ্গে তিনি বাপের বাড়িতে যাচ্ছিলেন ইদ উদযাপন করতে। হুগলির বাঁশবেড়িয়াতে তাঁর বাপের বাড়ি। যাওয়ার সময় মেমারি স্টেশনে দুর্ঘটনা ঘটে।

আনিসের স্বামী নিজাম কুরেশি টিকিট সংগ্রহ করতে গিয়েছিলেন। সে সময় দুই সন্তানকে নিয়ে রেললাইন পার হতে গিয়েছিলেন তিনি। তখন আপ লাইনে ছুটে আসছিল ১৩১০৫ আপ শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস। ট্রেনের সামনে লাইন পারাপার করতে দেখে স্টেশনে থাকা যাত্রীরা চিৎকার করে সতর্ক করতে থাকেন। দু’টি শিশুকে কোনোমতে প্লাটফর্মে তুলে দেন আনিস। কিন্তু তিনি নিজে আর রেললাইন থেকে প্লাটফর্মে উঠতে পারেননি। বর্ধমান জিআরপি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য‌ বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পাঠায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement