ওভারব্রিজ ভেঙে আহত তরুণী

স্টেশনের ওভারব্রিজের সিঁড়ি ভেঙে জখম হলেন এক মহিলা। শুক্রবার বিকেলে পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় স্টেশনের ঘটনা। পেশায় খাদ্য দফতরের কর্মী ঈশিতা রায় নামে বছর পঁচিশের ওই মহিলাকে ভর্তি করা হয়েছে কালনা হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পূর্বস্থলী শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ০২:৪৫
Share:

সিঁড়ির এই ধাপ ভেঙেই ঘটে বিপত্তি। নিজস্ব চিত্র

স্টেশনের ওভারব্রিজের সিঁড়ি ভেঙে জখম হলেন এক মহিলা। শুক্রবার বিকেলে পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় স্টেশনের ঘটনা। পেশায় খাদ্য দফতরের কর্মী ঈশিতা রায় নামে বছর পঁচিশের ওই মহিলাকে ভর্তি করা হয়েছে কালনা হাসপাতালে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈশিতাদেবীর বাড়ি কালনার কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নন্দগ্রাম এলাকায়। এ দিন তিনি মাসি রমা সরকারকে নিয়ে পুজোর কেনাকাটার জন্য প্রথমে নবদ্বীপ যান। ফেরার পথে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য সমুদ্রগড় স্টেশনে নামেন তাঁরা। তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ১ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজে ওঠেন তাঁরা। ব্রিজের মাথায় পৌঁছতেই আচমকা একটি সিঁড়ি ভেঙে প্রায় ১২ ফুট নীচে পড়ে যান ঈশিতাদেবী। মাথা ও পায়ে চোট লাগে তাঁর। ওই তরুণীর মামা শম্ভুচরণ সরকার বলেন, ‘‘আর কয়েক পা হাঁটার পরে ভাগ্নি পরে গেলে বড় বিপদ হত। কারণ ওই জায়গা দিয়ে রেলের হাই টেনশন তার গিয়েছে।’’ ওভারব্রিজের মতো জায়গা কেন নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না তা নিয়েও ক্ষোভ জানান তিনি। সমুদ্রগড় স্টেশন সূত্রে জানা গিয়েছে, কেন এমন ঘটনা ঘট ল তা তদন্ত করে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন