Workshop for women

মহকুমা মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত একটি কর্মশালা উপলক্ষে শনিবার দুর্গাপুরে এলেন রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত ওই কর্মশালা থেকে দলীয় কর্মীদের নারীর অধিকার সম্বন্ধে সচেতন হওয়ার পরামর্শ দেন চন্দ্রিমাদেবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০০:৫৯
Share:

দুর্গাপুরে চন্দ্রিমা ভট্টাচার্য।

মহকুমা মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত একটি কর্মশালা উপলক্ষে শনিবার দুর্গাপুরে এলেন রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত ওই কর্মশালা থেকে দলীয় কর্মীদের নারীর অধিকার সম্বন্ধে সচেতন হওয়ার পরামর্শ দেন চন্দ্রিমাদেবী। চন্দ্রিমাদেবীর দাবি, ‘‘মহিলাদের এই কর্মশালা দুর্গাপুরেই প্রথম চালু হল। গোটা রাজ্যেই এমন কর্মশালার আয়োজন করা হবে।’’ এ দিন অন্যান্যদের মধ্যে ছিলেন, তৃণমূল সাংসদ সন্ধ্যা রায়, দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, এডিডিএ-র চেয়ারম্যান নিখিল বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন