অনলাইনে ফর্ম না মেলায় ক্ষোভ

নির্দিষ্ট দিনে আসানসোলের বিসি কলেজের অনলাইনে ভর্তির আবেদনপত্র না মেলায় ক্ষোভ তৈরি হল পড়ুয়াদের মধ্যে। সোমবার থেকে এই আবেদনপত্র মেলার কথা থাকলেও তা না পাওয়ায় ব্যাঙ্কের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যান ছাত্রছাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০২:০২
Share:

ভর্তি হতে ভিড়, রানিগঞ্জে।

নির্দিষ্ট দিনে আসানসোলের বিসি কলেজের অনলাইনে ভর্তির আবেদনপত্র না মেলায় ক্ষোভ তৈরি হল পড়ুয়াদের মধ্যে। সোমবার থেকে এই আবেদনপত্র মেলার কথা থাকলেও তা না পাওয়ায় ব্যাঙ্কের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যান ছাত্রছাত্রীরা। অবিলম্বে ভর্তি প্রক্রিয়া শুরুর দাবিতে এ দিন কলেজ কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি দেয় টিএমসিপি।

Advertisement

সোমবার থেকে আবেদনপত্র দেওয়ার কথা থাকলেও তা হল না কেন? এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ গৌতম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরনেনি। তবে কলেজের একটি সূত্রে জানা গিয়েছে, যে বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানে অ্যাকাউন্ট তৈরি না হওয়ার জেরেই এমন সমস্যা হয়েছে। আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘অনলাইনে ভর্তির নির্দেশ সরকার এক বছর আগে দিয়েছে। তা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ ঠিক সময়ে ব্যবস্থা নেননি কেন?’’ টিএমসিপি-র রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, ‘‘বিষয়টি আমরা মোটেই ভাল ভাবে নিচ্ছি না। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানাব।’’ শীঘ্র সমস্যা মেটানোর দাবিতে অধ্যক্ষের কাছে তারা স্মারকলিপিও দিয়েছে বলে জানায় টিএমসিপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement