একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করল দুর্গাপুর শিল্পাঞ্চল সংলগ্ন বস্তি কল্যান সমিতি। রবিবার রবীন্দ্র ভবনে নানা আইনি বিষয় আলোচনা করা হয়। ছিলেন প্রাক্তন বিচারপতি সুকুমাররঞ্জন সাহা, দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখোপাধ্যায়, দুর্গাপুর উইমেন্স কলেজের অধ্যক্ষ মধুমিতা জাজোরিয়া প্রমুখ। সংগঠনের সভাপতি কৃষ্ণ মাল জানান, শিল্পাঞ্চলের বস্তিবাসীদের আইন সম্পর্কে সচেতন করতেই এই শিবিরের আয়োজন।