আশ্বাসে রাতে উঠল অবস্থান

কর্তৃপক্ষের তরফে নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়ে বৃহস্পতিবার রাতে অবস্থান তুলে নিয়েছিলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। কিন্তু শুক্রবার সকাল থেকে বাড়তি নিরাপত্তার কোনও চিহ্ন না পেয়ে ফের অবস্থানে বসেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৬ ০১:৩৯
Share:

কর্তৃপক্ষের তরফে নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়ে বৃহস্পতিবার রাতে অবস্থান তুলে নিয়েছিলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। কিন্তু শুক্রবার সকাল থেকে বাড়তি নিরাপত্তার কোনও চিহ্ন না পেয়ে ফের অবস্থানে বসেন তাঁরা। তবে কাজ বন্ধ না রেখে দফায় দফায় এই অবস্থান চলেছে।

Advertisement

বুধবার রাতে দুর্ঘটনায় আহত এক যুবকের চিকিৎসায় গাফিলতির অভিযোগকে ঘিরে গোলমাল শুরু হয়েছিল এনআরএসে। রোগীর পরিজনদের হাতে কয়েকজন জুনিয়র ডাক্তার মার খেয়েছিলেন। তার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ অবস্থান শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ায় রাতে অবস্থান তুলে নিলেও এ দিন সকাল থেকে ফের আন্দোলনে ফেরেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযোগ, এ দিন সকালে ফের আউটডোরে এক রোগীর পরিবাররের লোকজনের হাতে নিগৃহিত হয়েছেন এক জুনিয়র ডাক্তার। সেই সময়েও আশপাশে কোনও পুলিশ কর্মী ছিলেন না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পুলিশি নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে পুলিশের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। কিছু দিনের মধ্যেই তা শুরু হবে। কিছু দিন আগেই আরজিকরে রোগীমৃত্যুর ঘটনায় রোগীর পরিজনদের হাতে আক্রান্ত হয়েছিলেন এক জুনিয়র চিকিৎসক। রাতের জরুরি বিভাগে নিরাপত্তার দাবিতে তার পরে টানা দু’দিন কর্মবিরতি চালান জুনিয়র ডাক্তারেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement