উন্নয়নের কাজে যুব কর্মীদের চান বাবুল

আগামী পুরভোটে ভাল ফল করার লক্ষে মহকুমায় বুথ স্তরে যুব মোর্চার সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত নিল বিজেপি। বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্রভবনে যুব মোর্চার সম্মেলন হয়। স্থানীয় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় কর্মীদের উদ্দেশে জানান, যুব কর্মীরা এলাকার উন্নয়নে যোগ দিলে দলের বৃদ্ধি হবে সহজেই। পরে দুর্গাপুরে দু’টি জনসভাতেও বাবুল হানাহানির রাজনীতি ছেড়ে উন্নয়নের ডাক দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল ও দুর্গাপুর শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৪ ০১:৫২
Share:

ইছাপুরের সভায় বাবুল সুপ্রিয়। —নিজস্ব চিত্র।

আগামী পুরভোটে ভাল ফল করার লক্ষে মহকুমায় বুথ স্তরে যুব মোর্চার সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত নিল বিজেপি। বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্রভবনে যুব মোর্চার সম্মেলন হয়। স্থানীয় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় কর্মীদের উদ্দেশে জানান, যুব কর্মীরা এলাকার উন্নয়নে যোগ দিলে দলের বৃদ্ধি হবে সহজেই। পরে দুর্গাপুরে দু’টি জনসভাতেও বাবুল হানাহানির রাজনীতি ছেড়ে উন্নয়নের ডাক দেন।

Advertisement

এ দিন আসানসোলে যুব মোর্চার রাজ্য সভাপতি অমিতাভ রায় দাবি করেন, আসন্ন পুরভোটে বিজেপি-কে ভাল ফল করতে হলে অবশ্যই যুব সংগঠনকে শক্তিশালী করতে হবে। বাবুল তিনি যুব কর্মীদের বলেন, “ছোট মন নিয়ে রাজনীতি করবেন না। মানুষের কাজে ঝাঁপিয়ে পড়ুন। দেখবেন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবেন।” বুধবার রাতে আসানসোলের বিজেপি নেতা প্রমোদ বিশ্বকর্মা আক্রান্ত হন। এ প্রসঙ্গে বাবুল অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তেই তাঁদের নেতা-কর্মীদের সঙ্গে এমন ঘটনা ঘটছে।

এ দিন বিকেলে দুর্গাপুরের ইছাপুরে ও ট্রাঙ্ক রোডে দু’টি সভা করেন বাবুল। দু’টি সভাতেই বেশ ভিড় হয়েছিল। বাবুল বলেন, “নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত গড়ার প্রকল্প নিয়েছেন। আপনাদের স্বতস্ফূর্ত ভাব দেখে মনে হচ্ছে, সেই স্বপ্ন আপনাদের মনেও গেঁথে গিয়েছে। দেখে মনে হচ্ছে, আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ২০১৬ সালে পশ্চিমবঙ্গের স্বপ্ন হয়তো পূরণ হবে।” তাঁর বক্তব্য, “উন্নয়নের সূচকে আমাদের রাজ্য মোটেই ভাল জায়গায় নেই। অথচ, অনেক খারাপ ব্যাপারে আমরা প্রথম দিকে রয়েছি। পরিস্থিতি বদলাতে গেলে পরিবর্তনের পরিবর্তন চাই।”

Advertisement

রাজনীতির স্বার্থে সংখ্যালঘুদের ব্যবহার করে বিভেদ তৈরির চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন বাবুল। মন্ত্রিত্ব কাজে লাগিয়ে সাধ্যমতো উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমার কাজ আমি করব। কে কী বলছে তাতে কিছু যায় আসে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন