উড়ালপুল গড়তে ইস্কোর সাহায্য চাইবেন বাবুল

দু’টি এলাকায় রেললাইনের উপরে উড়ালপুল নির্মাণের সম্ভাবনা নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বৈঠক শেষে আসানসোলের কুমারপুর ও কোর্ট লাগোয়া দু’টি লেভেল ক্রসিং পরিদর্শনও করেন তিনি। বাবুল জানান, সব দিক খতিয়ে দেখে কাজে নামা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল ও রানিগঞ্জ শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৪ ০২:০১
Share:

1পরিদর্শনে মন্ত্রী। কুমারপুরে শৈলেন সরকারের তোলা ছবি।

দু’টি এলাকায় রেললাইনের উপরে উড়ালপুল নির্মাণের সম্ভাবনা নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বৈঠক শেষে আসানসোলের কুমারপুর ও কোর্ট লাগোয়া দু’টি লেভেল ক্রসিং পরিদর্শনও করেন তিনি। বাবুল জানান, সব দিক খতিয়ে দেখে কাজে নামা হবে।

Advertisement

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথমে কুমারপুরে লেভেল ক্রসিংটি দেখতে যান বাবুল। সঙ্গে ছিলেন রেলের অফিসারেরা। গোটা অঞ্চল ঘুরে দেখার পরে মন্ত্রী ওই অফিসারদের সঙ্গে আর এক প্রস্ত আলোচনা করেন। পরে তিনি বলেন, “কথা বলে বুঝেছি, এখানে উড়ালপুল তৈরি করা সম্ভব। তবে কোর্ট লাগোয়া এলাকায় কারিগরি সমস্যা রয়েছে। আমরা দ্রুত ব্যবস্থা নেব।”

রেল সূত্রে জানা গিয়েছে, কুমারপুরে উড়ালপুল নির্মাণে কারিগরি সমস্যা নেই। প্রাথমিক নিরীক্ষণের পরে আনুমানিক খরচ ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। নিয়ম অনুযায়ী, রেল উড়ালপুল তৈরিতে অর্ধেক খরচ দেয় রেল, বাকি অংশ রাজ্য সরকার। যদিও বাবুল বলেন, “আমি এখনই রাজ্যের উপরে চাপ তৈরি করতে চাইছি না। এই লাইন দিয়ে ইস্কো কারখানার পণ্য আনা-নেওয়া হয়। তাই ইস্কো কর্তৃপক্ষের কাছে খরচের অর্ধেক বহন করার আবেদন জানাব।” তিনি জানান, রেলের কর্তারা শীঘ্র একটি খসড়া প্রকল্প তৈরি করবেন। সেটি অনুমোদন পেলে কাজ শুরু হবে। ইস্কো সূত্রে জানা গিয়েছে, উড়ালপুল নিয়ে প্রস্তাব এলে ভেবে দেখা হবে।

Advertisement

কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে আসানসোলের
নানা জায়গায় সোমবার সংবর্ধনা দিল বিজেপি। জামুড়িয়ার
হিজলগড়ায় ছবিটি তুলেছেন ওমপ্রকাশ সিংহ।

জি টি রোডের উপর দিয়ে যাওয়া কুমারপুরের এই লেভেল ক্রসিংটি নিয়ে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। ইস্কোয় আধুনিকীকরণ শুরু হতে এই লাইন আরও ব্যস্ত হয়েছে। ফলে, দিনে অনেক বার লেভেল ক্রসিং বন্ধ হওয়ায় জি টি রোডে বহু যানবাহন আটকে পড়ে। যানজট হয়। অনেক সময়ে দীর্ঘ ক্ষণ অ্যাম্বুল্যান্স বা দমকলের গাড়িকেও আটকে থাকতে দেখা গিয়েছে। এ দিন যখন বাবুল লেভেল ক্রসিং পরিদর্শনে যান, তখনও সেটির গেট বন্ধ থাকায় যানজট হয়। মন্ত্রীর গাড়িও আটকে পড়ে। বহু বছর ধরে এখানে বিকল্প রাস্তা বা উড়ালপুল তৈরির দাবি রয়েছে।

এ দিন জামুড়িয়ার হিজলগড়া ও পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে বাবুলকে সংবর্ধনা দেওয়া হয়। তার আগে জামুড়িয়ার নিঘায় গাড়ি থামিয়ে একটি হোটেলে দুপুরের খাবার খান তিনি। হিজলগড়ায় বাবুল বলেন, “মোদীজির ডাকে সাড়া দিয়ে আপনারা আমাকে সংসদে পাঠিয়েছেন। এই ঋণ আমি ভুলব না। মোদীজি আমাকে নগরোন্নয়ন প্রতিমন্ত্রী করেছেন। আমাকে সামনে রেখে তিনি এ রাজ্যে যে উন্নয়নের জোয়ার আনতে চাইছেন। তা শুরু হয়ে গিয়েছে। আমি বিশেষ ভাবে উন্নয়নের জন্য আসানসোল লোকসভা কেন্দ্রের যে চারটি গ্রামের নাম পাঠিয়েছি, তার মধ্যে হিজলগড়াকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন