কয়লাখনিতে ধর্মঘটের ডাক

কোল ইন্ডিয়ার অধীন ৮টি সংস্থায় শুক্রবার থেকে তিন দিনের ধর্মঘট পালন করবে কোল ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন। ওই সংগঠন সূত্রে জানা গিয়েছে, ওই তিন দিন ইসিএলের ২৫৪০ জন কর্তা তথা কোল ইন্ডিয়ার ১৯২৯৭ জন কর্তা কাজে যোগ দেবেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৪ ০১:২২
Share:

কোল ইন্ডিয়ার অধীন ৮টি সংস্থায় শুক্রবার থেকে তিন দিনের ধর্মঘট পালন করবে কোল ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন। ওই সংগঠন সূত্রে জানা গিয়েছে, ওই তিন দিন ইসিএলের ২৫৪০ জন কর্তা তথা কোল ইন্ডিয়ার ১৯২৯৭ জন কর্তা কাজে যোগ দেবেন না।

Advertisement

অফিসার্স অ্যাসোসিয়েশনের ইসিএল শাখার সম্পাদক দামোদর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২০০৭ সাল থেকে তাঁরা কোনও পিআরপি (পারফরমেন্স রিলিটেড পে) পান নি। প্রায় ১২ বছর ধরে তাঁদের কোনও পদোন্নতি হয় নি। তাঁদের জন্য অনুমোদিত নতুন পেনশন প্রকল্প চালু হয় নি। তাঁর দাবি, এর আগে তিন বার তাঁরা ধর্মঘট ঘোষণা করলেও কয়লা মন্ত্রক ও কোল ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে পিছিয়ে এসেছিলেন তারা। বুধবার কলকাতায় কোল ইন্ডিয়ার চেয়ারম্যানের সঙ্গে তাঁদের অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছিল। কিন্তু সেখানে চেয়ারম্যান তাঁদের দাবি নিয়ে কোন সদুত্তর দিতে না পারাতেই তাঁরা ধর্মঘটের সিদ্ধান্তে নিয়েছেন। ইসিএল সূত্রে জানা গেছে, ধর্মঘটে কর্তাদের সঙ্গে যদি অন্য কর্মীরাও কাজে যোগ না দেন তাহলে দৈনিক ইসিএলের ৫২ কোটি ও কোল ইন্ডিয়ার ৩০০ কোটি টাকার ক্ষতি হতে পারে।

ইসিএলের সিএমডির কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, “অফিসারদের দাবিগুলি দীর্ঘদিনের। মেটানোর চেষ্টা চলছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement