খালে তলিয়ে মৃত দুই ছাত্র

ডিভিসি-র সেচখালে তলিয়ে মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। সোমবার দুপুরে বুদবুদের মানকর কলেজের পাশের খাল থেকে রাতুল বিশ্বাস (১৬) ও রাহুল সাহা (১৬) নামে ওই দুই ছাত্রের দেহ মেলে। তারা বুদবুদ মহাকালী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৬
Share:

ডিভিসি-র সেচখালে তলিয়ে মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। সোমবার দুপুরে বুদবুদের মানকর কলেজের পাশের খাল থেকে রাতুল বিশ্বাস (১৬) ও রাহুল সাহা (১৬) নামে ওই দুই ছাত্রের দেহ মেলে। তারা বুদবুদ মহাকালী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ১২টা নাগাদ রাতুল ও রাহুল স্কুলব্যাগ নিয়ে সাইকেলে করে মানকর কলেজের কাছে বড় খালে যায়। সাইকেল ও ব্যাগ উপরে রেখে দু’জনেই খালে স্নান করতে নামে। রাতুল প্রথমে জলে নামে। স্থানীয় সূত্রের খবর, খালে এখন জল ছাড়া হয়েছে। এই খালে গভীরতা বেশি। জলের তোড়ও ছিল। জলে নামার সঙ্গে সঙ্গে ভেসে যায় রাতুল। তা দেখে রাহুল মোবাইল থেকে দুই বন্ধুকে ফোন করে জানায়, রাতুল ডুবে গিয়েছে। তাকে বাঁচাতে সে জলে নামছে। ফোন পেয়েই তার দুই বন্ধু ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু তারা রাতুল বা রাহুল, কারও হদিস পায়নি। তাদেরই এক জন পুলিশে খবর দেয়। স্থানীয় বাসিন্দাদেরও ডাকে।

পুলিশ ও এলাকাবাসী খালের জলে নেমে ও জাল ফেলে খোঁজ শুরু করেন। বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলের প্রায় ২০ ফুট দূরে রাতুলের দেহ মেলে। তাকে মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ঘণ্টাখানেক পরে রাহুলের দেহ উদ্ধার করেন মানকর কলোনির বাসিন্দারা। রাতুলকে যেখানে পাওয়া গিয়েছিল তারই পাশে জাল ফেলে রাহুলের দেহ মেলে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতুলের বাড়ি বুদবুদের বিপিনপুরে। রাহুল বুদবুদেরই সুকান্তনগরের বাসিন্দা। স্কুল সূত্রে জানা গিয়েছে, এ দিন তারা দু’জনেই স্কুলে অনুপস্থিত ছিল। বাড়ি থেকে অবশ্য স্কুলে যাবে বলেই বেরোয় দু’জনে। মৃত্যুর খবর পৌঁছনোর পরে শোকের ছায়া নেমে আসে দুই এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement