Jay Bhanushali-Maahi Vij

বিচ্ছেদ ঘোষণার পরের দিনই ফের একসঙ্গে ছবি জয় ও মাহীর! সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন তাঁরা?

বিচ্ছেদের ঘোষণার পরের দিনই ফের একসঙ্গে ছবি ভাগ করে নিলেন তাঁরা। ফের কি সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা রয়েছে তাঁদের মধ্যে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১২:৩৭
Share:

বিচ্ছেদের পরেও একসঙ্গে মাহী ও জয়! ছবি: সংগৃহীত।

জল্পনা ছিল বেশ কিছু দিন আগে থেকেই। অবশেষে রবিবার বিচ্ছেদের ঘোষণা করেছেন জয় ভানুশালী ও মাহী বিজ। বিচ্ছেদ হলেও সন্তানদের জন্য নিজেদের মধ্যে যোগাযোগ থাকবে বলেও জানান তাঁরা। কিন্তু বিচ্ছেদের ঘোষণার পরের দিনই ফের একসঙ্গে ছবি ভাগ করে নিলেন তাঁরা। তা হলে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগবে ফের?

Advertisement

সোমবার সকাল হতেই জয়ের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন অভিনেত্রী। ছবিতে দু’জনের মুখই ঢাকা কালো রঙের মাস্কে। ছবির সঙ্গে মাহী লিখেছেন, “হ্যাঁ, এটাই আমরা। লাইক ও কমেন্ট পাওয়ার জন্য আমাদের নিয়ে যা খুশি বলা হচ্ছে। এরা যে কোনও পর্যায় নামতে পারে।” মাহীর অনুরোধ, তাঁদের সম্পর্ককে যেন কালিমালিপ্ত করা না হয়।

বিবাহবিচ্ছেদের পরেও নিজেদের মধ্যে বন্ধুত্ব রাখবেন মাহী ও জয়। রবিবার মাহী ও জয় লেখেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও খলচরিত্র নেই বা নেতিবাচকতা নেই। সব সময় পরস্পরের পাশে রয়েছি। আর তিন সন্তানের জন্য মা-বাবা হিসাবে সব সময় একসঙ্গে থাকব আমরা।” বিবাহবিচ্ছেদের প্রভাব যাতে কোনও ভাবেই তিন সন্তানের উপর না পড়ে, সেই দিকে খেয়াল রাখবেন তাঁরা। জানান জয় ও মাহী।

Advertisement

২০১১ সালের ১১ নভেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন জয় ও মাহী। ২০১৭ সালে খুশি ও রাজবীর নামে দুই সন্তানকে দত্তক নিয়েছিলেন তাঁরা। এর পরে ২০১৯ সালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন মাহী ও জয়। ‘বিগ বস্‌’-এর ঘরে একাধিকবার কন্যা তারার কথা বলেছেন জয় ভানুশালী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement