জয়ী জনকল্যাণ
নিজস্ব সংবাদদাতা • কালনা
কালনা মহকুমা লিগে সুপার এইট পর্বের খেলায় সোমবার জিতল শহরের মহাপ্রভু জনকল্যাণ সমিতি। এ দিন তারা ১-০ গোলে লালজী মহারাজা ক্লাবকে হারায়। এ দিন শুরু থেকে দু’দলই আক্রমণ শানাতে শুরু করেছিল। জনকল্যাণের ফুটবলাররা আক্রমণ করছিল মূলত বাঁ দিক থেকে। খেলার একমাত্র গোলটি হয় প্রথমার্ধের শেষ দিকে। এর পরেও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল জনকল্যাণ। তবে মহারাজা ক্লাবের গোলরক্ষকের তৎপরতায় আর গোল হয়নি। আয়োজকরা জানিয়েছেন, বুধবার রামেশ্বরপুর যুবশক্তি এবং সমুদ্রগর বান্ধব সমিতি মুখোমুখি হবে।
বার্নপুরের জয়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
সাতগ্রাম দুর্বার ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কাজোড়া এফসি। সোমবার তারা বার্নপুর ডিহিকাকে সাতগ্রাম মাঠে ৩-০ গোলে হারায়। ফাইনালের সেরা হন জয়ী দলের নিবাস বাউরি। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়ার পুরপ্রধান রাজশেখর মুখোপাধ্যায় ও ইসিএলের সাতগ্রাম এরিয়ার জিএম এসকে সিংহ। আয়োজক সংস্থার সম্পাদক সুব্রত অধিকারী জানান, ২০ বছর আগে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এ বছর ৮টি দল যোগ দিয়েছিল।
মহিলা ফুটবল
নিজস্ব সংবাদদাতা • চুরুলিয়া
বিশ্ববন্ধু ক্লাব আয়োজিত মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হল। খেলাটি হয় সোমবার। এ দিন চুরুলিয়া নবকৃষ্ণ উচ্চবিদ্যালয় মাঠে বেঙ্গল একাদশ বনাম আইএফএ একাদশের খেলাটি ১-১ গোলে শেষ হয়। বেঙ্গল একাদশের হয়ে পুজা বিশ্বাস ও আইএফএ একাদশের হয়ে লক্ষ্মী সোরেন গোল করেন। খেলাটি পরিচালনা করেন অনিমেষ দাস, অরুন রায় ও রূপেন্দু বন্দ্যোপাধ্যায়।
চ্যাম্পিয়ন পাণ্ডবেশ্বর
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
চিচুরিয়া সুভাষ সমিতি আয়োজিত দেবাশিষ ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পাণ্ডবেশ্বর ফুটবল অ্যাকাডেমি। সোমবার চিচুরিয়া মাঠে তারা যুব জন কল্যাণকে ১-০ গোলে হারিয়ে দেয়। ট্রফি ছাড়াও বিজয়ী দলকে ৬ হাজার ও রানার্স দলকে ৪ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়।
নৈশ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
নৈশ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পাণ্ডবেশ্বর। জামুড়িয়ার ডোবরানা মাঠে প্রতিযোগিতার ফাইনালে পাণ্ডবেশ্বর ৬ রানে আরএন কলোনিকে হারিয়ে দেয়। ফাইনালে নির্ধারিত ৬ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে পাণ্ডবেশ্বর ২৬ রান করে। আরএন কলোনি ২০ রানে গুটিয়ে যায়।
রেফারিদের প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
চার দিন ব্যাপী রানিগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশনের বার্ষিক প্রশিক্ষণ আয়োজিত হল রানিগঞ্জে। আয়োজক সংস্থার পক্ষে সাগর মুখোপাধ্যায় জানান, বিভিন্ন ইভেন্টে ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।