খেলার টুকরো খবর

জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ আয়োজিত স্কুল অ্যাথলেটিক্স মিটে ১৮৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল বর্ধমান সদর। ১৪৬ পয়েন্ট পেয়ে রানার্স দুর্গাপুর। তৃতীয় কালনা পেয়েছে ১৩৪ পয়েন্ট।

Advertisement
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৪ ০২:০৩
Share:

স্কুল অ্যাথলেটিক্স
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

Advertisement

জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ আয়োজিত স্কুল অ্যাথলেটিক্স মিটে ১৮৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল বর্ধমান সদর। ১৪৬ পয়েন্ট পেয়ে রানার্স দুর্গাপুর। তৃতীয় কালনা পেয়েছে ১৩৪ পয়েন্ট। চতুর্থ ও পঞ্চম যথাক্রমে ৭২ ও ৬৯ পাওয়া আসানসোল ও কাটোয়া। ৭৪টি ইভেন্টে ৪৩৯ জন যোগ দিয়েছিল। নানা বিষয়ে প্রথম স্থানাধিকারী হয় আশ্রিতা মণ্ডল, স্মৃতি মণ্ডল, সরিতা পিঙ্গুয়া, ডলি বিশ্বাস, উত্‌সব চট্টোপাধ্যায়, গৌরীরানি হাঁসদা ও ময়না মাড্ডি।

Advertisement

তানসেনের জয়
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

ডায়মা ক্লাব আয়োজিত অনুপ দাস ও সুব্রত গুহ স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বুধবার প্রথম সেমিফাইনালে জিতল তানসেন এসি। এ দিন শ্রমিকমঙ্গল মাঠে তারা ডায়মা ক্লাবকে হারায় ১-০ গোলে হারায়। খেলার ১৮ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন কৃষ্ণা সিংহ।

বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

রবিন সেন স্টেডিয়ামে আয়োজিত হল রানিগঞ্জ পৌর প্রাথমিক বিদ্যালয়সমূহের রানিগঞ্জ জোনাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার। এই প্রতিযোগিতায় ৫টি বিদ্যালয়ের ১৫০জন পড়ুয়া যোগ দেয়। মোট ২৩টি ইভেন্ট ছিল।

ছাত্র সঙ্ঘের হার
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন

শিবাজি সঙ্ঘ আয়োজিত মনোরঞ্জন সিংহ স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বুধবার জিতল পাণ্ডুয়া এফএ। তারা শ্রীলতা ময়দানে ছাত্র সঙ্ঘকে ২-০ গোলে হারিয়ে দেয়। খেলার সেরা হয়েছেন জয়ী দলের এসবি গঙ্গোপাধায়।

খেলা অমীমাংসিত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুর্ধ্ব ১৬ ফুটবল লিগের বুধবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। এ দিন বি-জোন বয়েজ মাঠে আইএন দিশারী ও শান্তি স্পোর্টিং পরিষদের খেলাটি গোলশূন্য ভাবে শেষ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন