গরম দুধ পড়ে মারা গেল আসিফ রাজা নামে এক তিন বছরের শিশু। জামুড়িয়ার শ্রীপুরের ৩ নম্বর কলোনির বাসিন্দা আসিফের গায়ে সপ্তাহখানেক আগে রান্নাঘরে গরম দুধের পাত্র উল্টে যায়। প্রথমে আসানসোল হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়।